এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর নির্দেশ স্বত্তেও স্থায়ীকরণ হয়নি, আন্দোলনে নামলেন কর্মীরা

মুখ্যমন্ত্রীর নির্দেশ স্বত্তেও স্থায়ীকরণ হয়নি, আন্দোলনে নামলেন কর্মীরা


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং সরকারী নিয়ম জারী হওয়ার পরে দু বছর সময় অতিক্রান্ত হলেও দমকল বিভাগের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ হল না। উলটে সম্প্রতি স্থায়ী কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এদিন কলকাতার দমকল অফিসের সামনে ঐ দফতরের হাজার খানেক কর্মী আন্দোলন শুরু করলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই আন্দোলনের মূল উদ্দেশ্য মূলতঃ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা। উল্লেখ্য ২০১৬ সালে রাজ্যের বর্তমান সরকার দমকলকর্মীদের সুবিধার্থে নতুন নিয়ম প্রণয়ন করেন। সেই নির্দেশ অনুসারে অন্যসব দফতরের মত দমকল বিভাগেও কর্মীদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির মেয়াদ কাল নির্দিষ্ট করা হয়েছে। জানা যাচ্ছে দমকল দফতরের আধিকারিকরা সেই সরকারী নির্দেশ অমাণ্য করছেন। ফল স্বরূপ ২০১৬ সালের সরকারী নির্দেশ এখনও অবধি কার্যকর হয়নি। গত ৯ই জুন দমকল দফতরে স্থায়ী কর্মী নিয়োগের জন্য সরকারী বিজ্ঞপি প্রকাশের পরে এখন ছাঁটাইয়ের আশঙ্কায় রীতিমতো সন্ত্রস্ত এই বিভাগের অস্থায়ী কর্মীরা। এদিনের আন্দোলনে জমায়েত হয়ে অস্থায়ী কর্মীরা বললেন তাঁদের কর্মীপদের স্থায়ী করণ করা না হলে তারা নতুন প্রকাশিত বিজ্ঞপি অনুসারে স্থায়ী কর্মী নিয়োগ প্রক্রিয়া সমর্থন করবে না। দরকার পড়লে তারা অনশন করবে। এমনকি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এই বিষয়ে দরবারও করতে প্রস্তুত তারা কিন্তু তাদের দাবি পূরণ না হওয়া অবধি তাঁদের আন্দোলন জারী থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!