এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর নির্দেশ পরিপূর্ন করতে মাঝরাত পর্যন্ত হাওড়া স্টেশনে ফিরহাদ হাকিম – জেনে নিন বিস্তারিত

মুখ্যমন্ত্রীর নির্দেশ পরিপূর্ন করতে মাঝরাত পর্যন্ত হাওড়া স্টেশনে ফিরহাদ হাকিম – জেনে নিন বিস্তারিত


কেরলের বন্যা বিপর্যয়ের প্রকোপ থেকে প্রাণ বাঁচিয়ে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে রাজ্যে ফিরলেন প্রায় দু’হাজারের ও বেশি মানুষ। এদিন রাত প্রায় বারোটা নাগাদ কেরলের এর্নাকুলাম থেকে বিশেষ ট্রেনে তাঁরা হাওড়া স্টেশনে আসেন। রাজ্য সরকারের উদ্যোগে সারা রাত ধরে বিভিন্ন বাসের মাধ্যমে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই সম্পূর্ন প্রক্রিয়াটি সম্ভব হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে খোদ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের ফলে।

এই প্রসঙ্গে সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, মন্ত্রীরা স্টেশনে থাকবেন। সরকারের তরফে বিনা পয়সায় বাসে করে সবাইকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হবে। অন্য কোনও প্রয়োজন থাকলে তাও দেখা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার গভীর রাত পর্যন্ত হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের বিভিন্ন জেলার মানুষজনদের তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার কাজে দেখভাল করেন।

এদিন তিনি বললেন, রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের দূরবর্তী স্থানের মানুষজনের জন্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সকলকেই সময় মতো তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য কেরল প্রশাসন সূত্রে খবর পাওয়া গিয়েছিলো এই রাজ্যের প্রায় এক লাখ মানুষ সেখানে দুর্ঘটনা পীড়িত অবস্থায় রয়েছেন। সেই খবর পেয়েই রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করে ঐ রাজ্য থেকে পশ্চিমবঙ্গের বিপদ্গ্রস্ত মানুষজনকে ফিরিয়ে আনলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন রাতে ঐসকল মানুষজন তাঁদের নিজের রাজ্যে পা রেখে কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আগামী দিনে কেরলের পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা পুনরায় কর্মসূত্রে সেখানে যাবেন কিনা সেই প্রশ্নেরও কোনো সদুত্তর পাওয়া গেলোনা চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ থাকা মানুষদের থেকে। এদিকে কেরল শ্রম দফতর সূত্রে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্ধার হওয়া শ্রমিকদের নিজদের রাজ্যে ফেরার জন্যে সমস্ত রকম সাহায্য করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!