সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে এবার বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জাতীয় April 10, 2018 বিপ্লবকুমার দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী হবার পর সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে তার সচেতনতা নজর কাড়লো সাংবাদিক তথা রাজনৈতিক মহলে।মুখ্যমন্ত্রী হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য বৈঠক ছিল তার নিজের বাড়িতে,তার বাড়িতে আগত সাংবাদিকদের সঙ্গে।সেখানেই তিনি ঘোষণা করলেন সাংবাদিকতার কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই তাদের নিরাপত্তার দায়িত্ব ত্রিপুরা সরকারের।এই বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ দত্ত,বাণীব্রত দত্ত,দেবব্রত রুদ্র,অনুপম সরকার,জয়দেব পোদ্দার,সুকান্ত লস্কর এবং জসীমের মতো কিছু বিশিষ্টজন। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে সাংবাদিকদের প্রতিনিধি হিসাবে দিলীপ দত্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানান যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের অসুবিধা নিয়ে যথেষ্ট সচেতন।মুখ্যমন্ত্রী নিজের ইচ্ছেতেই অসুবিধা সমাধানের জন্য আশ্বস্ত করেছেন।এছাড়াও তার সদর্থক পদক্ষেপ দেখা গেছে ভাতা,সরকারি পরিচয় এবং নিরাপত্তা বিষয়ে। আপনার মতামত জানান -