এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীকে বড় স্বস্তি দিয়ে কেন্দ্রের ঘোষণা, খুশির হাওয়া তৃণমূলে

মুখ্যমন্ত্রীকে বড় স্বস্তি দিয়ে কেন্দ্রের ঘোষণা, খুশির হাওয়া তৃণমূলে

ভারতের একটি গুরুতর সমস্যা হলো প্রতি বছর ঋণের দায়ে বহু কৃষকের আত্মঘাতী হওয়া। উত্তর-পূর্বের নাগাল্যান্ড ব্যাড দিয়ে প্রায় গোটা ভারত সহ চন্ডিগড়, আন্দামান নিকোবর, দিল্লির মতো কেদ্রের অধীনস্ত দেশ গুলিতেও প্রতি বছর কম বেশি কৃষকের আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটে। কেন্দ্রের পেশ করা রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ এই তিন রাজ্য কৃষক আত্মহত্যার তালিকার শীর্ষে রয়েছে। গুজরাটে ২০১৫ তে কৃষক আত্মহত্যার সংখ্যা ৩০১ ও ২০১৬ তে ৪০৮। কিন্তু এদিক থেকে একেবারে তাকে লাগিয়ে বাজিমাত করলো বাংলা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত দুই বছরে পশ্চিমবঙ্গে কৃষক আত্মহ্যার সংখ্যা শুন্য। বিষয়টি রাজ্য সরকার বা রাজ্যের কোনো মন্ত্রী- আমলা নয়, এদিন সংসদে কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী রাধামোহন সিং লিখিতভাবে এই তথ্য প্রকাশ করেছেন বলে জানা গেছে। এদিন তিনি জানান, “কেন্দ্র নীতি তৈরি করে। কিন্তু তা পালন করার মূল দায়িত্ব রাজ্যের।” এদিন তিনি আরো বলেন, “কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য ভারত সরকার সয়েল হেলথ কার্ড, নিমযুক্ত ইউরিয়া, প্রধানমন্ত্রী কৃষি বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী কৃষি সিচাই যোজনা, ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, সুদের ছাড়ের মতো একগুচ্ছ প্রকল্প নিয়ে এসেছে। “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!