এখন পড়ছেন
হোম > জাতীয় > ফোনে আড়ি পাতার বড়সড় অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে, সৌজন্যে মুখ্যমন্ত্রী

ফোনে আড়ি পাতার বড়সড় অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে, সৌজন্যে মুখ্যমন্ত্রী


দেশের সংবিধান এবং গণতন্ত্র কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারের আমলে নিরাপদ নয় বলেই বারে বারে গেরুয়া শিবিরের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন তৃনমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের “খেলাশ্রী” সম্মান প্রদান অনুষ্ঠানেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

এবার সংবিধান, গণতন্ত্র সুরক্ষিত না থাকার কথা বলার পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের ফোনে কেন্দ্র আড়ি পাতছে বলে অভিযোগ করে বঙ্গের প্রশাসনিক প্রধান বলেন, “কে কার সঙ্গে কথা বলছে সেই সমস্ত ফোনে আঁড়ি পাতছে কেন্দ্র। বিচারক থেকে থেকে সাংবাদিক কেউই বাদ নেই। সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে আড়িপাতা হচ্ছে। সব অধিকার অন্যের হাতে চলে যাচ্ছে।”

এদিকে এদিনের এই অনুষ্ঠান থেকে এনআরসি নিয়েও গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ভোটের মুখে মানুষের আবেগকে সুড়সুড়ি দিয়ে একে তাড়াব ওকে তাড়াব এসব চলবে না। আধখানা রুটি ভাগ করে খাবো, কিন্তু বাংলা থেকে আমি কাউকে তাড়াবো না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই কেন্দ্রের বিরুদ্ধে অসহিষ্ণুতা, সংবিধান ও গণতন্ত্র রক্ষা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে এদিন নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির বিরুদ্ধে সরব হয়ে বঙ্গের অগ্নিকন্যা বলেন, “এটা এজেন্সি নির্ভর সরকার। দিল্লিতে ডেকে নিয়ে নানা পরিকল্পনা হচ্ছে‌। এখানে যত কেস রয়েছে তার একটাও ধোপে টিকবে না। গায়ের জোরে তাঁদের ব্যবহার করে সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নষ্ট করা হচ্ছে।”

এদিকে সমাজের বিশিষ্টজনেরা বিভিন্ন সময় গেরুয়া শিবির তথা কেন্দ্রের বিজেপি সরকারের নেতা মন্ত্রীদের তোপে পড়লে সেই ব্যাপারেও মুখ খুলতে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রীকে। এদিন তিনি ভারতীয় টিমের ক্যাপ্টেনদের কথা উল্লেখ করে বলেন, “কখনও আজহারউদ্দিন, কখনও সৌরভ, কখনও কপিলদেব ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন ছিলেন। কিন্তু কেউ কি তাদের কাছ থেকে তাদের ধর্ম, বর্ণ, ভাষা জানতে চেয়েছে। না, এদের কেউ ঘৃনা করেনি। বাংলা সর্বধর্মের পীঠস্থান। তাই এখানে এসব চলবে না।”

এদিকে লোকসভা ভোটের প্রাক্কালে গেরুয়া শিবিরকে কটাক্ষ করার পাশাপাশি বিজেপিকে বিধে এবারে দলীয় স্লোগানের কথাও ঘোষণা করেন তৃনমূল নেত্রী। স্লোগানের সুরে তিনি বলেন, “চলবে না মতলব, চলবে না ফন্দি/ জনতার আদালতে হতে হবে বন্দি।” সব মিলিয়ে এবার দেশের সংবিধান গণতন্ত্র ও ব্যাক্তিগত মত সুরক্ষিত থাকছে না দেশের বর্তমান বিজেপি সরকারের আমলে এই কথা বলে লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন তৃনমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!