এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, তদন্তে নামতেই হামলা পুলিশের উপর, জোর চাঞ্চল্য রাজ্যে !

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, তদন্তে নামতেই হামলা পুলিশের উপর, জোর চাঞ্চল্য রাজ্যে !


মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর মন্তব্য এবং সেই নিয়ে বচসার জেরে যুবকের কাছে মার খেতে হলো দুই পুলিশ কর্মীকে। পুলিশ সূত্রে খবর যুবক উত্তর চব্বিশ পরগনার কৈপুকুরের বাসিন্দা। জানা গেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের কারণে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় স্থানীয় থানায়।

স্থানীয় সূত্রে খবর ওই যুবকের নাম অমিত রায়। জানা গেছে শুক্রবার রাতে হাবড়া থানার সাব- ইন্সপেক্টর রাখোহরি ঘোষ কয়েক জন কনস্টেবলকে নিয়ে অভিযুক্তের বাড়ি জিজ্ঞাসাবাদ করতে যান। তদন্তের কাজ শুরু করতেই বাগবিতণ্ডা শুরু করে অভিযুক্ত অমিত রায়। বচসা বাড়তে বাড়তে কিছুক্ষনের মধ্যেই পুলিশ কর্মীদের ওপর চড়াও হয় ওই যুবক এবং তার বাবা অমিয় রায়।

পুলিশ সূত্রে জানা গেছে এদিন হাতাহাতির ফলে মাথা ফেটে যায় রখোহরি ঘোষের। কনস্টেবল অভিজিৎ ঘোষ হাতে চোট পান বলে জানা গেছে। স্থানীয় হাসপাতালে ওই দুই আহত পুলিশকর্মীকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে সূত্রের খবর। এদিন সাথে সাথেই ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে স্থানীয় সূত্রের খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শনি বার দুপুর নাগাদ তাদের বারাসাত আদালতে তোলা হবে। প্রসঙ্গত এ বিষয় বিজেপির দিকে তোপ দেগে মন্তব্য করেন হাবরার তৃণমূল নেতা নীলিমেশ দাস। ‘বাংলার শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে বিজেপি। আমরা নির্দিষ্ট অভিযোগ করেছি। দোষীদের সর্বোচ্চ সাজা হোক। ওরা পুলিশকর্মীদেরও খুনের চেষ্টা করেছে’ এদিন এমনটাই জানিয়েছেন ওই স্থানীয় তৃণমূল নেতা।

জানা গেছে এর পাল্টা উত্তরে স্থানীয় বিজেপি নেতা বিপ্লব হালদার অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ‘পুলিশের গায়ে হাত দেওয়া নিন্দনীয় অপরাধ। তবে এই ছেলেটি কি সমাজবিরোধী নাকি কোনও জঙ্গি যে মাঝরাতে তার বাড়িতে হানা দিতে হবে পুলিশকে? এক সিভিক ভলান্টিয়ার গিয়ে ওই পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তার পরেই গন্ডগোল বাধে।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!