এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মুখ্যমন্ত্রীর নির্দেশে জমি মাফিয়াদের ‘টাইট’ দিতে অভিনব পরিষেবা শুরু পুলিশের

মুখ্যমন্ত্রীর নির্দেশে জমি মাফিয়াদের ‘টাইট’ দিতে অভিনব পরিষেবা শুরু পুলিশের


দীর্ঘদিন ধরেই জমি মাফিয়াদের বাড়বাড়ন্তে জেরবার এরাজ্য। এই মাফিয়ি দৌরাত্ম্য আটকাতে পুলিশ প্রশাসনকে কড়া হাতে তা মোকাবিলার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরপরও বিভিন্ন সময়ে দক্ষিন দিনাজপুর জেলাজুড়ে রমরমিয়ে চলেছে এই জমি মাফিয়াদের চক্র।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

জানা গেছে, জেলার সদর শহর বালুরঘাট সহ অন্যান্য জায়গায় কোনো ব্যাক্তি জমি কিনলে বা বিক্রি করলেই সেই মাফিয়াদের কাছে খবর চলে আসছে। এবং তারপরেই তা কমদামে কিনে বেশিদামে বিক্রি করছে এই জমির দালালরা। আর ইতিমধ্যেই এই খবর মোতাবেক জমি মাফিয়াদের বিরুদ্ধে কয়েকটি আভিযোগও জমা পড়েছে দক্ষিন দিনাজপুর জেলা পুলিশের কাছে। কিন্তু এই জমি মাফিয়াদের আটকাতে বিভিন্ন সময় বাধা পেতে হয়েছে জেলা পুলিশকেও। কারন, যারা জমি বিক্রি বা ক্রয় করছেন. তারি অনেকেই এই মাফিয়াদের ভয় পেয়ে পুলিশের কাছে অভিযোগই জানান না।

এবার তাই জেলার যে কোনো প্রান্তে জমি নিয়ে অবৈধ কারবার ও হস্তক্ষেপ নিয়ে সাধারন মানুষ যাতে আভিযোগ জানাতে পারেন তার জন্য  জেলা পুলিশের পক্ষ থেকে ৭৪৭৯০-৩৩৫০০এই নম্বরে একটি হোয়াটসঅ্যাপ খোলা হল। জানা গেছে, এই নম্বরে ফোন করেও জানানো যাবে অভিযোগ। তবে সেক্ষেত্রে অভিযোগকারী বা অভিযোগকারিনীর পরিচয় সম্পূর্ন গোপন থাকবে বলে দাবি পুলিশের। এদিন এই প্রসঙ্গে জেলার ডেপুটি পলিশ সুপার ধীমান মিত্র বলেন, “জমি মাফিয়াদের বাড়বাড়ন্ত ও জলাশয় ভরাট নিয়ে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই এইসব ক্ষেত্রে অভিযোগ জানানোর জন্য জেলা পুলিশের পক্ষ থেকে চালু করা এই নম্বরে হোয়াটসঅ্যাপ ও ফোন করে অভিযোগ জানানো যাবে।”

তবে এটি নতুন নয়, এর আগেও জমি মাফিয়ারাজ আটকাতে কড়া পদক্ষেপ নিয়েছিল জেলা পুলিশ। এখন এই হোয়াটসঅ্যাপ নম্বর চালু করে তা কতটা আটকানো যায় সেদিকেই তাকিয়ে দক্ষিন দিনাজপুর জেলার মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!