এখন পড়ছেন
হোম > রাজ্য > নতুন সংস্থার সঙ্গে চুক্তি করে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে গতি, রোপওয়েতে মিলে যাবে চার্চ থেকে ইমামবড়া

নতুন সংস্থার সঙ্গে চুক্তি করে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে গতি, রোপওয়েতে মিলে যাবে চার্চ থেকে ইমামবড়া


পর্যটনের মানচিত্রে এই রাজ্যকে বিশেষভাবে স্থান দিতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই তো ক্ষমতায় আসার পরই পাহাড় থেকে জঙ্গল রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্রগুলির সংস্কারে মনোযোগী হয়েছে সরকার। সেইমত গত 2015 সালের শুরুতেই হুগলীর সবুজদ্বীপে ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলার কথা ঘোষণা করেন, মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য এক সময় এই বলাগড় ব্লকের সোমড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে গঙ্গার মাঝে জেগে উঠা চর সবুজদীপে অনেক মানুষ যাতায়াত করতে শুরু করেন। আর তখনই সেই চরটিকে উপযুক্ত করে তোলার জন্য বনদপ্তরের পক্ষ থেকে শাল, সেগুন, মেহগনির মতো গাছ লাগানো হয়। পাশাপাশি পিকনিক স্পট হিসেবেও জনপ্রিয় জায়গা করে নেয় এই সবুজদ্বীপ। আর এরপরই ক্ষমতার পালাবদলে বর্তমান রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এই সাগরদ্বীপকে আদর্শ পিকনিক স্পট হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ নেয়।

এদিকে প্রকল্পের শিলান্যাসের পর এক সংস্থাকে এই কাজের জন্য বরাতও দেওয়া হয়। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও সেই বরাত পাওয়া সংস্থাটি এখানকার তেমন কোনো উন্নতিই করতে পারেনি। যার জেরে গত বছরই এই এলাকার কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আর এরপরই এই সবুজদ্বীপকে সাজিয়ে তুলতে উদ্যোগী হয় রাজ্যের পূর্তদপ্তর।

জানা গেছে, বর্তমানে পূর্ত দফতরের উদ্যোগে এখানকার কাজ খুবই দ্রুত গতিতে চলছে। সূত্রের খবর, গত বৃহস্পতিবার এই সবুজদ্বীপের এলাকাটি পরিদর্শন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন মন্ত্রীর সাথে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান, সহ-সভাপতি সুমনা ঘোষ, বিধায়ক অসীম মাঝি, বিডিও সৌমিক সরকার সহ জেলা প্রশাসনের একগুচ্ছ কর্তাব্যক্তিরা। তবে শুধু সবুজদ্বীপই নয়, এদিন পর্যটনমন্ত্রী ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ ও হংসেশ্বরী মন্দিরও পরিদর্শন করেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা গেছে, ইমামবাড়া থেকে ব্যান্ডেল চার্চ পর্যন্ত রোপওয়ের কাজ দ্রুত শুরু করার ব্যাপারে দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। আর এরপরই এই সবুজদ্বীপ প্রকল্প প্রসঙ্গে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “পূর্ত দপ্তর স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে এই প্রকল্প বাস্তবায়িত করবে।” সব মিলিয়ে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মানোন্নয়নে একধাপ পদক্ষেপ সরকারের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!