এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বড়সড় বিপদের মুখ থেকে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন

বড়সড় বিপদের মুখ থেকে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন


একসময় জঙ্গলের রাস্তায় যেতে যেতে সাপের মুখে পড়েছিলেন তিনি। নিজের বক্তব্যের মাঝখানে সেই অভিজ্ঞতাও সকলের সাথে ভাগ করে নিতে দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যা নিয়ে তিনি প্রবল আশঙ্কাও প্রকাশ করেছিলেন।

আর এবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকালে তার সার্কিটহাউজের পেছনের জঙ্গলেই তিন-তিনটি চিতাবাঘ দেখতে পাওয়ায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হল। বস্তুত, গত 21 অক্টোবর উত্তরবঙ্গে পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি কার্শিয়াংয়ের সার্কিট হাউসে রয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বুধবার রাতে মুখ্যমন্ত্রী যে সার্কিট হাউসে ছিলেন, তার পেছনের জঙ্গলেই তিনটে চিতাবাঘ দেখতে পাওয়া যায়। যার ছবি ক্যামেরাবন্দি করেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী স্বরূপ গোস্বামী নামে এক অফিসার। যার পরেই গোটা ঘটনায় তীব্র উদ্দীপনার সৃষ্টি হয়।

খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান যেখানে থাকছেন, সেই এলাকায় কেন এইভাবে চিতাবাঘ ছাড়া রয়েছে! কেন সুষ্ঠু নিরাপত্তা নেই! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকা সার্কিট হাউজের পেছনে রাতের জঙ্গলে তিন তিনটা চিতাবাঘের ছবি মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী অফিসারের ক্যামেরায় ধরা পড়ায় সেই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রবল প্রশ্ন উঠতে শুরু করল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!