এখন পড়ছেন
হোম > জাতীয় > টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রীকে ‘কলঙ্কিত’ করা যাবে, স্টিং অপারেশনে বিস্ফোরক তথ্য ফাঁস

টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রীকে ‘কলঙ্কিত’ করা যাবে, স্টিং অপারেশনে বিস্ফোরক তথ্য ফাঁস


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দুর্নাম করাই হোক বা শাসকদলের কোনো নেতা কাউকেই রাতারাতি বিখ্যাত বা কুখ্যাত কোনো একটাতেও না নেই। কাজ নিয়ে কথা চলাকালীনই প্রবচন কাজ হয়ে যাবে। টাকা পেলে সব করা যাবে এমনই নীতি নিয়ে কাজ করেন ‘দৈনিক জাগরণ’-এর ঝাড়খণ্ড, বিহার ও ওডিশার এরিয়া ম্যানেজার ‌‌সঞ্জয়প্রতাপ সিং এমনটাই দাবি করেছেন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। তারা আরো দাবি করেছে যে,এমনকি তিনি বিনামূল্যে কখনও বা বিশেষজ্ঞের মতো পরামর্শ ও নিয়ে থাকেন তাঁর সাথে কাজ করতে চাইছেন এমন যে কাউকেই। তিনি কতটা আদতে কাজের তা বিচার করে দেখতেই স্টিং অপারেশন করেছিল অনিরুদ্ধ বহেলের সংবাদ পোর্টালটি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রামনবমীর পর থেকে বাংলার কিছু এলাকায় যেভাবে প্রতিবেশী ঝাড়খণ্ড দুর্বৃত্তদের ঢোকাচ্ছে গেরুয়া শিবির, তাতে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে ওই স্টিং অপারেশনের খবর। এই স্টিং অপারেশনের সঞ্চালক পুষ্প শর্মা এক ভুয়ো হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যের ছদ্মবেশে কথা বলেন সঞ্জয়ের সঙ্গে। কোবরার ফাঁস করা ভিডিও তে দেখা গেছে, সঞ্জয় আশ্বাস দিচ্ছেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফাঁদে ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রীদের। শুধু এই নয় আত্মবিশ্বাসী সঞ্জয় নিজেকে ক্ষমতা জাহির করে বলেন, তাঁদের হাতে পুরুষ ও মহিলা নানারকম লোক আছে। তাই রাজ্যের সর্বত্র গুপ্তচর মোতায়েন করতে কোনোও সমস্যা হবেনা। সেই গুপ্তচরেরা এতোটাই কর্তব্য নিষ্ঠ যে তথ্য চুরি বা আদায়ের জন্য প্রয়োজনে তাঁরা কারুর সাথে বিছানায় অবধি যেতেও প্রস্তুত। মমতার বৈচিত্র্যময়মূর্তি নষ্ট করার জন্য হিন্দুত্ববাদী ছদ্মবেশী সাংবাদিক পুষ্প শর্মা ‘কে পরামর্শ দিয়ে সঞ্জয় বাবু বললেন ”‌প্রথমে হিন্দু-অধ্যুষিত এলাকাগুলিতে ঢুকে পড়তে হবে আপনাদের লোকেদের। স্থানীয় লোকেদের সঙ্গে সামাজিক মেলামেশা বাড়াতে হবে। আসল কথাটা হল মানুষের ধারণা। আজ হয়তো কেউ মস্ত খেলোয়াড়, মানুষের ধারণা বদলে গেলে কাল সে ধসে পড়তেই পারে।” সঞ্জয় দাবি করলেন যে জনগনের এই ধারণা পরিবর্তন করতে পারে কেবলমাত্র সংবাদমাধ্যম। প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!