এখন পড়ছেন
হোম > রাজ্য > ৭ বছরেই ৫০-৬০ বছরের কাজ করে ফেলেছি, এত দাবি মেটানো সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

৭ বছরেই ৫০-৬০ বছরের কাজ করে ফেলেছি, এত দাবি মেটানো সম্ভব নয়: মুখ্যমন্ত্রী


বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনে প্রশাসনিক বৈঠকে , নিজের পিঠ নিজেই চাপড়ে বললেন,”৭ বছরে ৫০-৬০ বছরের কাজ করেছি।” এদিনের বৈঠকে দাসপুরের দলীয় বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে একটি সেতুর দাবি জানালে জবাবে উত্তেজিত মুখ্যমন্ত্রী বললেন, ”যে কাজগুলো হচ্ছে, সেগুলো চেপে যাচ্ছ। আর নতুন নতুন দাবি করছো। আমাদের সরকার ৭ বছরে ৫০-৬০ বছরের কাজ করে ফেলেছে। এত দাবি মেটানো সম্ভব নয়।” অন্যদিকে কেশপুরের বিধায়ক শিউলি সাহা নতুন একটি স্বাস্থ্যকেন্দ্রের দাবি জানালে মুখ্যমন্ত্রী সেই দাবি নাকচ করে বললেন, ‘জেলায় জেলায় অনেক সুপার স্পেশালিটি হাসপাতাল গড়েছি। প্রতি ব্লকে তো এভাবে দাবি করলে দেওয়া সম্ভব নয়।” এর সাথে বিধায়ক কে কড়া ভাষায় নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন করে বললেন, ”এলাকায় যাও।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মানুষের সঙ্গে আরও বেশি করে জনসংযোগ গড়ে তোলো। ভাল করে কাজ করো।” বৈঠকে মেদিনীপুরের বিধায়ক তথা মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মৃগেন মাইতি মুখ্যমন্ত্রীকে জানান ”কংসাবতী নদী ভাঙনের জেরে নদী তীরবর্তী গ্রামগুলো নদীগর্ভে চলে যাচ্ছে। এবিষয়ে পদক্ষেপ গ্রহণ করলে ভাল হয়।” মুখ্যমন্ত্রী এই দাবি শোনা মাত্রই ওই সেতুতে দ্রুত আলোর ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন। জেলার উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকার জন্যে মুখ্যমন্ত্রী ,আমলা থেকে জনপ্রতিনিধি সকলের উদ্দেশ্যে নির্দেশ দিলেন ”পদে থাকলে কাজ করতে হবে। কোনও অজুহাত আমি শুনব না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!