এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর বাসভবনে শুভেচ্ছা জানাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল

মুখ্যমন্ত্রীর বাসভবনে শুভেচ্ছা জানাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল

৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট চেনেনা এমন লোক এই পশ্চিমবঙ্গে নেই,কারণ ওটা যে বাংলার মুখ্যমন্ত্রীর বাড়ি।আর এই বাড়ির সামনে এখন ঠাকুর দেখার মতো ভিড়। শুক্রবারই দশমীর বিসর্জনের পর শনিবার বিজয়া সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এদিন বিকেল থেকে তাঁর বাড়ির সামনে উপচে পড়েছে ভিড়। সকলকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। তাঁর সঙ্গে দেখা করে অনেকেই নিজেকে ধন্য মনে করছেন।
দূর-দূরান্তের জেলা থেকে শুধুমাত্র মমতার শুভেচ্ছা পাওয়ার জন্য অনেকেই এসেছিলেন। তাঁদের কাওকেই তিনি নিরাশ করেননি। যাঁরাই এসেছেন তাঁদেরই মিষ্টি বিতরণ করা হয়েছে।

প্রশাসনের সর্বস্তরের কর্তা থেকে শুরু করে নেতা, মন্ত্রী ও দলের সাধারণ কর্মীরা মমতাকে শুভেচ্ছা জানিয়ে গেছেন। সাংবাদিকেরাও মমতার সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় সারেন। পঞ্চমীর দিন প্রতিমা উদ্বোধন শেষ করে ষষ্ঠী থেকে আপাতত বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর ক’‌টা দিন বাড়ি থেকেই সবদিকে কড়া নজর রেখেছেন তিনি। সামনে ২৩ তারিখে রেড রোডে বিসর্জনের কার্নিভাল। তার প্রস্তুতি চলছে জোড়কদমে। পুজোর মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রীকে পাঞ্জাবি, পায়জামা ও শাড়ি পাঠিয়েছেন মমতা ব্যানার্জি। উপহার গ্রহণ করে বুদ্ধদেববাবুও মমতাকে শুভেচ্ছা জানিয়েছেন। এমন সৌজন্যেল নজির এর আগে আগে কখনও দেখা যায়নি। পুজোয় এবার মমতা ৬টি গান লিখেছেন। ‘‌রৌদ্রছায়া’‌ অ্যালবামে এই গানগুলিই মণ্ডপে মণ্ডপে সকাল থেকে রাত পর্যন্ত বেজেছে। কথা ও সুরের অনন্য কারিগর যে মুখ্যমন্ত্রী সেকথা তিনি আবারও প্রমাণ করলেন। গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, লোপামুদ্রা ও রূপঙ্কর।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

এছাড়া তিনি অরূপ বিশ্বাসের সুরুচি সঙ্ঘের পুজোর থিম সঙও তৈরি করে দিয়েছেন। পুজোয় তিনি সমাজের বিশিষ্টজনদের উপহার পাঠিয়েছেন। শিল্পপতিদেরও শুভেচ্ছা জানিয়েছেন। ‌এদিন মমতার বাড়িতে আসেন নগরপাল রাজীব কুমার ও নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্‍ করপুরকায়স্থ। এই ভিড়ের মধ্যেও অফিসে বসে কিছুক্ষণের জন্য তাঁদের সঙ্গে প্রয়োজনীয় কিছু কথাও সেরেছেন মুখ্যমন্ত্রী। গত বছর থেকেই শুরু হয়েছে কার্নিভাল। এবার রেড রোডে ৭৫টি প্রতিমা কার্নিভালে অংশ নেবে। উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!