এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে লকডাউনের মাঝেই সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনালেন মুখ্যমন্ত্রী

করোনা আবহে লকডাউনের মাঝেই সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনালেন মুখ্যমন্ত্রী

গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস দিনকে দিন তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করেছে। সঠিকভাবে এর কোনো প্রতিষেধক না থাকায় একমাত্র উপায় গৃহবন্দী। তাই এখন প্রতিটি রাজ্য এবং দেশ লকডাউন করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসের কর্মচারীরা এখন ছুটিতে। কেন্দ্রের পক্ষ থেকে আগামী তেশরা মে পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। আর এই পরিস্থিতিতে আগামী 20 মে থেকে সরকারি অফিসগুলো খোলা হবে বলে জানানো হলেও, বড়সড় স্বস্তির খবর দিল রাজ্য সরকার। যেখানে রাজ্য সরকারি কর্মীদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বৃহস্পতিবার অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে জানানো হয়, আগামী 30 জুন পর্যন্ত সরকারি কর্মচারীরা তাদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার সময় পাবেন। আর এই সময়সীমার মেয়াদ বাড়ায় এখন কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, গ্রুপ-ডি বাদে রাজ্য সরকারি কর্মচারীদের 30 এপ্রিলের মধ্যে সম্পত্তির হিসেব জমা দিতে হয়।

তবে লকডাউনের জেরে অফিস কাছারি বন্ধ হয়ে যাওয়াতেই সরকারি কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বলে মনে করছে একাংশ। এদিকে কুড়ি এপ্রিল থেকে সরকারি আধিকারিকদের অফিসে আসার কথা বলা হলেও, সেক্ষেত্রে কিছু বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও সরকারি কর্মচারীদের জন্য তিনি বেশ কিছু সুবিধার কথা জানান।

এদিন তিনি বলেন, “সরকারি অফিস খোলার ক্ষেত্রে ডেপুটি সেক্রেটারি ও পরবর্তী উচ্চপর্যায়ের আধিকারিকদের আপাতত হাজিরা দিতে হবে। আগামী কুড়ি এপ্রিল থেকে তারা অফিসে আসতে পারবেন। তবে প্রতিদিন নয়, পালা করে একদিন অন্তর অন্তর অফিস করতে হবে‌।” আর তাই বলাই যায়, এদিন সরকারি কর্মচারীদের জন্য জোড়া স্বস্তির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!