আজকের বৈঠকে ফের বড়সড় দাবি জানাতে পারেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে? জেনে নিন জাতীয় রাজ্য April 27, 2020 করোনা ভাইরাসকে আটকাতে একমাত্র উপায় লকডাউন। টানা 21 দিন লকডাউনের পর আবার টানা 19 দিন লকডাউনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 3 রা মে সেই লকডাউনের মেয়াদ শেষ হবে। তবে মে মাসের 3 তারিখের পর মানুষ কি বাইরে বের হতে পারবেন? স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন সাধারন মানুষ? আর বিভিন্ন মহলে যখন এই প্রশ্ন উঠছে, ঠিক তখনই আজই এই ব্যাপারে স্পষ্ট আভাস পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। আজ সকাল ১০টায় দেশের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই কোন রাজ্যের কি অবস্থা, তা জেনে নিয়ে লকডাউনের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্র। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলার অবস্থা তুলে ধরতে এই বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সকালেই বিভিন্ন সংবাদমাধ্যমে জল্পনা ছড়াতে থাকে – আজকের এই বৈঠক বয়কট করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বৈঠকে নাকি রাজ্যের কথা বলার বিশেষ সুযোগ নেই বলে তিনি যোগ দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন বলে ঐসব সংবাদমাধ্যম দাবী করতে থাকে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - কিন্তু, সেই সব জল্পনায় জল ঢেলে তিনি বৈঠকে যোগ দিলেন। সূত্র অনুযায়ী, মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পাওনা ৫০ হাজার কোটি টাকা দেওয়ার দাবি জানাতে পারেন কেন্দ্রের কাছে।তাছাড়াও ৩ তারিখের পর কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনা হবে আজকের ভিডিও কনফারেন্সে। প্রসঙ্গত এর আগে করোনার আবহে লকডাউন তোলা নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানান – তিনি ধাপে ধাপে লকডাউন তুলে দেওয়ার পক্ষে। যদি প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে তাঁকে বলতে দেওয়া হয় – তাহলে ৩ রা মের পরবর্তী ২ সপ্তাহে ধীরে ধীরে লকডাউন তুলে দেওয়ার পক্ষেই তিনি সওয়াল করবেন বলে জানান। এরপরে বাংলায় কেন্দ্রীয় দল আসা নিয়ে শুরু হয় তীব্র রাজনৈতিক চাপানউতোর। তবে সে সব দূরে সরিয়ে রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ওড়িশা, পাঞ্জাবের মত রাজ্যগুলোর সঙ্গেই পশ্চিমবঙ্গও লকডাউন বাড়ানোর পক্ষে সওয়াল করবে। আজ প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রী ঠিক কি জানান – আপাতত সেদিকেই নজর থাকবে রাজ্যবাসীর। বিশেষজ্ঞরা বলছেন, রেড জোনগুলোতে কেন্দ্র লকডাউনের সিদ্ধান্ত বজায় রাখতে পারে। তবে যে সমস্ত এলাকায় গ্রীনজোন বলে পরিচিত, সেখানে কিছু কিছু ক্ষেত্রে শিথিল করার বার্তা দিতে পারে কেন্দ্র। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তা স্পষ্ট হয়ে যাবে আর কিছুক্ষনের মধ্যেই। আপনার মতামত জানান -