এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার সরাসরি মুখমন্ত্রীর বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুললেন দিলীপ ঘোষ, জেনে নিন

এবার সরাসরি মুখমন্ত্রীর বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুললেন দিলীপ ঘোষ, জেনে নিন


পরিস্থিতি স্বাভাবিক করা তো দূর, তার ধরে কাছেও যেতে পারেনি তৃণমূল সরকার এমনটাই দাবি সাধারণ মানুষের। এবার এই নিয়েই মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন দাবি করলেন যে, তিনি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে জানান, পরিস্থিতি সামলাতে ব্যর্থ রাজ্য। এসব হচ্ছে শুধু মুখ্যমন্ত্রীর জেদের কারণে। তার মতে, এই বিপর্যয় পরিস্থিতে সাধারণ মানসূহ স্বাভাবিক পরিষেবা পাচ্ছেন না তা কেবলমাত্র মুখমন্ত্রীর জেদের কারণেই।

কিন্তু কি সেই জেদ ? তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সক্রিয় হতেন, তবে তিনি আগে থেকেই সোনা মোতায়েন রাখতেন। তিনি বলেন, ১০ লক্ষ বাড়ি ভেঙেছে। কিন্তু সেই বাড়ি সরানোর লোক কোথায়। এই কাজে সেনার থেকে বেশি তৎপরতা কেউই দেখাতে পারে না। সেনা নামাতেই কাজে তৎপরতা দেখা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাথেই তিনি অভিযোগ করেন যে, “মুখ্যমন্ত্রী আগে থেকে সতর্ক হননি। তাই আগে থেকে তিনি সেনা নামানোর জন্য ভাবনা চিন্তা করেন নি। কিন্তু বিপর্যয় সামাল দিতে তাঁকে সেনা নামাতে হল। কিন্তু সেই সেনা তিনি নামালেন অনেক পরে। ”

এদিন তিনি অভিযোগ করে বলেন যে, অনেক আগে থেকেই বিজেপির তরফ থেকে সেনা নামানোর দাবি করা হয়েছিল কিন্তু তাতে কর্ণপাত করেননি মুখ্যমন্ত্রী। যদি তখন তিনি আমাদের দাবিকে মান্যতা দিতেন তবে চারদিন সাধারণ মানুষকে এই অসহনীয় পরিস্থিতির মধ্যে কাটাতে হতো না আর এমন বিক্ষোভভ দেখাতেন না তাঁরা।

মানুষ পরিষেবা পেতে শুরু করত, সব কিছু আবার স্বাভাবিক হতো কিন্তু মুখ্যমন্ত্রী নিজের গরজে সেনা নামানোয় দেরি করায় পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। আর এই কারণ হলো মুখমনিটরির জেড , জেদের বসেই তিনি সেনা নামান নি। যখন দেখলেন আর কিছু হচ্ছে না তখন সেনা নামালেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!