এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > চারদিনের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, থাকবেন ডেলোর বাংলোয়

চারদিনের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, থাকবেন ডেলোর বাংলোয়

সমতলে পঞ্চায়েত নির্বাচনে তুমুল সাফল্য পাওয়ার পর এবার পাহাড়ের দিকে পা বাড়ালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরা যাওয়ার কথা তাঁর। এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে কালিম্পঙ যাবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই যাত্রাপথে তাঁকে বিভিন্ন জায়গায় সংবর্ধনা দিতে ইচ্ছুক তাঁরই হাতে তৈরী পাহাড়ের বিভিন্ন বোর্ডের নেতারা। তবে বর্তমানে পাহাড়ে ভরা পর্যটনের মরশুম, মুখ্যমন্ত্রীর এই সফরকালে যাতে পর্যটকদের কোনো অসুবিধা না হয় সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। মুখ্যমন্ত্রী রাত্রি বাস করবেন ডেলোর বাংলোয় বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে।

আগামীকাল, পাহাড়ের বিভিন্ন উন্নয়ন পর্যদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে কালিম্পঙে এক যৌথ সমাবেশে অংশগ্রহণ করবেন তিনি। আগামী পরশু, বুধবার, মুখ্যমন্ত্রী বিশেষ সময় দিতে চলেছেন শুধুমাত্র দার্জিলিংকে। সেখানে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জিটিএ আধিকারিকদের সঙ্গেও শীর্ষ পর্যায়ের বৈঠক করার কথা। তবে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি তিনি রাজনৈতিক বৈঠকও করতে পারেন বলে একটি সূত্র থেকে জানা যাচ্ছে। সূত্রের খবর, জিএনএলএফ নেতা মন ঘিসিংয়ের সঙ্গে একান্তে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। তবে চারদিনের সফরের তৃতীয়দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার তাঁর কর্মসূচি নিয়ে কিছু জানা যায় নি এখনো। সফরের শেষদিন মুখ্যমন্ত্রীর বেঙ্গল সাফারি পার্কে গিয়ে সেখানকার সদ্যজাত তিন বাঘশাবকের নামকরণ করার কথা। ঐদিন বিকেলে বাগডোগরা থেকে তাঁর কলকাতাগামী বিমান ধরার কথা আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!