এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভায় মুখ্যমন্ত্রীর গলাতে জয়বাংলা স্লোগান, জোর সোরগোল রাজ্যে

বিধানসভায় মুখ্যমন্ত্রীর গলাতে জয়বাংলা স্লোগান, জোর সোরগোল রাজ্যে


লোকসভা নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 42 এ 42 টি আসন দখল করার ডাক দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তার সেই আশা পূর্ণ হয়নি। উল্টে গত 2014 সালে তৃণমূল বাংলা থেকে 34 টা আসন পেলেও এবার তাদের দখলে এসেছে মোটে 22 টি আসন। অন্যদিকে বিজেপি এই রাজ্য থেকে 18 টি আসন নিজেদের দখলে রেখেছে।

আর রাজ্যে বিজেপির এই প্রবল উত্থানের পরই মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানে গেলে তার গাড়ি উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যায় বিজেপির নেতা কর্মীদের। পাল্টা জয় শ্রী রামের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের জয় বাংলা এবং জয়হিন্দ স্লোগান দেওয়ার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এরপর থেকেই বিজেপির জয় শ্রীরাম বনাম তৃণমূলের জয় বাংলা স্লোগানের যুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আর এবার বিধানসভায় পা রেখে আজ সেই জয়বাংলা স্লোগান দিতে দেখা গেল স্বয়ং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম বার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে বিধানসভার প্রথমার্ধের অধিবেশন শেষ হওয়ার পর লবিতে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে স্পিকার, শাসক দলের মন্ত্রী বিধায়ক সহ প্রায় প্রত্যেকেই উপস্থিত ছিলেন। আর সেই শ্রদ্ধানুষ্ঠান শেষে নিজের মুখেই জয় বাংলা স্লোগান তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপিকে তিনি যে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তা বিধানসভার মধ্যে এই বিশিষ্ট মনীষীর জন্ম দিবস পালনের অনুষ্ঠান থেকে জয় বাংলা স্লোগান দিয়ে প্রমাণ করবার চেষ্টা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে একজন প্রশাসনিক প্রধান হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বিধানসভায় দাঁড়িয়ে এই জয় বাংলা স্লোগান তুললেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে।

কেননা কিছুদিন আগেই উপনির্বাচনে জিতে আসা রাজ্য বিধানসভার কিছু বিধায়ক শপথ বাক্য পাঠ করার সময় কেউ জয় শ্রীরাম, আবার কেউবা জয় বাংলা স্লোগান তুললে শপথবাক্য থেকে তা বাদ যাবে বলে কড়া হুশিয়ারি দিতে দেখা যায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে।

আর এবার সেই বিধানসভাতে দাঁড়িয়ে অধ্যক্ষকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বিতর্ক মাথাচাড়া দিতে শুরু করেছে। বিরোধীদের দাবি, শাসক দল অন্যায় করলেও তা ক্ষমার পর্যায়ে চলে যায়। কিন্তু বিরোধীদের ক্ষেত্রে তা হয় না।

পাল্টা তৃণমূলের যুক্তি, যে রাজ্যে বাস করছি, সেই রাজ্যের নামে ধ্বনি দিয়ে বিধানসভায় যদি মুখ্যমন্ত্রী জয় বাংলা স্লোগান তোলেন, তাহলে এতে অন্যায় কিসের! তবে এই রাজনৈতিক তরজার মাঝে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জয় বাংলা স্লোগান তোলায় বিরোধীদের যে তিনি এক ইঞ্চি জমিও ছাড়বেন না তা এদিনের এই আচরণ থেকেই স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!