এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনার পর রাজ্যের জন্য ১.৫ লক্ষ কোটি টাকার পরিকল্পনা রাজ্য সরকারের! জানুন বিস্তারিত

করোনার পর রাজ্যের জন্য ১.৫ লক্ষ কোটি টাকার পরিকল্পনা রাজ্য সরকারের! জানুন বিস্তারিত

করোনা মহামারীর জেরে গোটা বিশ্ব এখন গৃহবন্দী। যেহেতু এই মারণ ভাইরাসের এখনও পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয় নি – তাই এর থেকে মুক্তি পেতে স্বেচ্ছায় গৃহবন্দী ও সোশ্যাল ডিস্ট্যান্সিং ছাড়া আর কোনো উপায় নেই। গোটা ভারতেই এর ফলে চলছে লকডাউন। লকডাউনের জেরে করোনার মরণ কামড় থেকে মুক্তি পেলেও – এবার তন্ পড়তে শুরু করেছে পেটে! দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অবস্থা শোচনীয়।

তাদের পেটের খাবার জোগাড় করতে সরকার চেষ্টা চালাচ্ছে। কিন্তু লকডাউনের জেরে ব্যবসা-বাণিজ্য কার্যত বন্ধ থাকায়, সরকারের আয়ও তলানিতে ঠেকেছে। ফলে দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই পরিস্থিতিতে গতকাল নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই লকডাউন পরবর্তী সঙ্কট মেটানোর জন্য ছয় মাসের যে পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনার কথা তিনি জানান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে করোনা লকডাউন পরবর্তী সঙ্কট মোকাবিলায় মোট ১.৫ লক্ষ কোটি টাকার পুনর্বাসন পরিকল্পনা তৈরি করা হয়েছে। রাজ্যের অর্থনীতি সংক্রান্ত যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল তারাই এই পরিকল্পনা গঠন করেছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এই টাস্কফোর্স তৈরি করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অর্থসচিবের নেতৃত্বে এই টাস্কফোর্স গঠন করা হয়েছিল।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেই টাস্কফোর্সই পরবর্তী ছয়মাসের জন্য এই পরিকল্পনা করেছে। মুখ্যমন্ত্রী এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে, অর্থনৈতিক টাস্কফোর্সের সদস্যদের কাজের জন্য অভিনন্দনও জানান। তবে পুনর্বাসন পরিকল্পনা নিয়ে বিস্তারিতভাবে তিনি কিছু জানাননি। শুধুমাত্র তিনি জানিয়েছেন, ছয় মাসের জন্য ১.৫২ লক্ষ কোটি টাকার পুনর্বাসন পরিকল্পনা তৈরি হয়েছে। এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা সংকট মোকাবিলায় জিডিপির অন্তত ৬ শতাংশ খরচ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে।

এর পাশাপাশিই, কেন্দ্রের কাছে বকেয়া থাকা ৫০ হাজার কোটি টাকা পরিশোধ করে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে আগামী সোমবার থেকে রাজ্যের গ্রিন জোনগুলিতে লকডাউন কিছুটা শিথিল করবার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। ছোট ছোট ব্যবসায়ীরা তাদের দোকান খুলতে পারেন, তবে সেখানে ভিড় করা যাবে না। অন্যদিকে ২০ জন যাত্রী নিয়ে বাস চলতে পারবে জেলার ভিতরে। এক নির্দেশিকায় জানানো হয়েছে – বই, চা, পানের দোকান খোলা যাবে, তবে দোকানে বসে আড্ডা দেওয়া যাবে না। বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক, বজায় রাখতে হবে সামাজিক দূরত্বও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!