এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পরিযায়ীদের প্রতি মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে চেপে ধরলেন রাজ্যপাল! অস্বস্তি বাড়বে মমতার ?

পরিযায়ীদের প্রতি মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে চেপে ধরলেন রাজ্যপাল! অস্বস্তি বাড়বে মমতার ?


দেশের করোনা পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি দেশে লকডাউন শুরু হয়েছিল। লকডাউন ইতিমধ্যে চতুর্থ দফা পার করার পথে। অন্যদিকে লকডাউন শুরু হবার সাথে সাথে সব থেকে বেশি দুর্বিপাকে পড়েন বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে থাকা পরিযায়ী শ্রমিকরা। তাদের কাছে খাদ্য ও অর্থের যোগান বন্ধ হয়ে যায় যথারীতি কোন রাস্তা না দেখে পরিযায়ী শ্রমিকরা একে একে বাড়ি ফেরার পথ ধরেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী বলেন পরিশ্রমিক ফিরে আসলে সংক্রমণের হার হয়তো কিছুটা বাড়তে পারে কিন্তু তা সত্বেও শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য ব্যবস্থা হয় শ্রমিক স্পেশাল ট্রেনের। অন্যান্য রাজ্যের মতন পশ্চিমবঙ্গেও হিড়িক পড়েছে পরিযায়ী শ্রমিকদের ফেরার। অন্যদিকে পশ্চিমবঙ্গে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কোন্দল।

ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিযায়ী শ্রমিকদের দূরে সরিয়ে রাখার জন্য দায়ী করে বিভিন্ন রাজনৈতিক নেতা কড়া মন্তব্য শুরু করেছেন। আর এই নিয়েই এদিন কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দেগেছেন মুখমন্ত্রী। তিনি দাবি করেছেন বাংলায় এবার পরিযায়ী শ্রমিকদের জন্য বাড়বে সংক্রমণ।

তবে নতুন করে রাজ্যপাল জগদীপ ধনকর এর মন্তব্য পরিযায়ী শ্রমিকদের বিষয়টি অন্য মাত্রা পেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজ্যপাল জগদীপ ধনকর সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন টুইটের মাধ্যমে। উপরন্তু তিনি ফিরে আসা পরিচয় শ্রমিকদের দূরে সরিয়ে রাখার যে প্রবণতা রাজ্যের শাসকদলের দেখা যাচ্ছে বলে দাবি করছে সবাই সেই প্রবণতাকেই নাম না করে রাজ্যপাল দুঃখজনক বলে মন্তব্য করেন এদিন ।

পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন বলে জানা গেছে। সারা দেশ দেখেছে কিভাবে পরিচয় শ্রমিকরা দিনের-পর-দিন পায়ে হেঁটে হাজার হাজার মাইল অতিক্রম করেছে রাস্তায় তাদের মধ্যে বিভিন্ন জন মৃত্যুর মুখে ঢলে পড়েছে। এরই মধ্যে আটকে পড়া পরিচয় শ্রমিকদের ফেরানোর জন্য শ্রমিক স্পেশাল ট্রেন চালানো শুরু হয় সে ক্ষেত্রে ঘরে ফেরা শ্রমিকদের থেকে যাতে করানো সংক্রমণ না ছড়ায় তার জন্য বিশেষ নজর দেওয়া হয়। কিন্তু তা সত্বেও আশঙ্কা সত্যি করে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে আসা মাত্রই সংক্রমণের তালিকা হু হু করে বেড়ে উঠছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার জন্যই পরিধান শ্রমিকদের মুখোমুখি হতে হচ্ছে বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতির। এই অবস্থায় রাজ্যপাল জগদীপ ধনকরের টুইট “পরিযায়ী শ্রমিকদের উষ্ণ আমন্ত্রণ প্রাপ্য” এক অন্য মাত্রা যোগ করলো বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজ্যপাল নাম না করেই এদিন টুইট করে জানান, “করোনা সংক্রমণকারী হিসাবে পরিযায়ী শ্রমিকদের অত্যন্ত অন্যায় এবং হৃদয়বিদারক ”

এরপরে আর একটি টুইট করেন রাজ্যপাল যেখানে মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে তিনি লেখেন, “পরিযায়ী শ্রমিকরা আসলে আমাদেরই আপনজন তারা পেটের দায়েতে রাজ্য ছাড়লেও প্রতিকূল পরিস্থিতিতে নিজের ঘরে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত রাজ্যপাল বরাবরই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার বিষয়টি অত্যন্ত প্রশংসার চোখে দেখেছেন। আপাতত টুইটের মাধ্যমে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ব্যাপার নিয়ে মন্তব্য করলেন তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট চাপে ফেলবে বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অন্যদিকে অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায় করোনা শ্রমিকদের যে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে সেখানে তাদের শারীরিক পরীক্ষা হচ্ছে না। মিলছে না কোথাও কোথাও খাবার বা পানীয় জল এই অবস্থায় কোয়ারেন্টাইন সেন্টারে থাকা পরিচয় শ্রমিকদের মধ্যেও জমছে প্রবল ক্ষোভ। সব মিলিয়ে রাজ্যের প্রশাসনের কাছে পরিস্থিতি যে ক্রমশই বেগতিক হয়ে উঠছে সে ব্যাপারে নিঃসন্দেহ রাজনৈতিক মতাদর্শীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!