এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সিএবি নিয়ে প্রতিবাদে আজ থেকে রাস্তায় খোদ মুখ্যমন্ত্রী! শান্তির আর্জিতেও অশান্তির আশঙ্কা?

সিএবি নিয়ে প্রতিবাদে আজ থেকে রাস্তায় খোদ মুখ্যমন্ত্রী! শান্তির আর্জিতেও অশান্তির আশঙ্কা?

 

“আন্দোলন অগণতান্ত্রিক নয়, গণতান্ত্রিক ভাবে হোক।” নাগরিকত্ব আইন ইস্যুতে বাংলায় বিক্ষোভকারীদের প্রসঙ্গে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার সেই আবেদনে কর্ণপাত না করেই বাংলার বিভিন্ন প্রান্তে এই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন বিক্ষোভকারীরা।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে, মালদা, মুর্শিদাবাদ, উলুবেরিয়া, বসিরহাটের মত এলাকাগুলি জ্বলতে শুরু করেছে। বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা। বেশ কিছু জেলায় ইতিমধ্যেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রথম থেকেই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিরোধিতা করে এসেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে সেদিক থেকে তৃণমূল তাদের স্ট্যান্ড বজায় রেখেছে।

কিন্তু এই নাগরিকত্ব বিলের বিরুদ্ধে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত হিংসার আগুনে জ্বলতে শুরু করেছে, তাতে কিছুটা হলেও অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই একদিকে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ জানাতে এবং অন্যদিকে বিক্ষোভকারীদের জ্বলন্ত বিক্ষোভ যাতে না হয়, তার আবেদন নিয়ে আজ থেকে রাস্তায় নামছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বস্তুত, প্রথম থেকেই এই নাগরিকত্ব বিলের বিরোধিতা করলেও রাজ্যে যে বিক্ষোভ চলছে, তাকে অগণতান্ত্রিক বলে গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ হওয়া উচিত বলে মত পোষণ করেছে রাজ্যের শাসক দল। কিন্তু তা সত্ত্বেও বিক্ষোভকারীদের বিক্ষোভের আগুনে জ্বলতে শুরু করেছে বহু স্টেশন, বাস। লাটে উঠেছে যাত্রী পরিষেবা। তাই এই পরিস্থিতিতে গণতান্ত্রিক উপায়েও যে বিক্ষোভ করা যায়, তা প্রমাণ করতে আজ রাস্তায় নেমে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে নিজের সুর চড়াতে চলেছেন বাংলার প্রশাসনিক প্রধান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ দুপুর 1 টায় বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে থেকে রেড রোড হয়ে, জহরলাল নেহেরু রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন এভিনিউ ধরে জোড়াসাঁকো পর্যন্ত মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এইট বি বাসষ্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলে ভবানীপুরের যদুবাজার পর্যন্ত নাগরিকত্ব বিলের বিরুদ্ধে পথে নামতে দেখা যাবে বাংলার প্রশাসনিক প্রধানকে।

অন্যদিকে বুধবারও হাওড়া বঙ্কিম সেতুর নিচে পুরভবনের কাছ থেকে শুরু হওয়া মিছিল ধর্মতলার ডেরিন ক্রসিংয়ে গিয়ে শেষ হবে। আর শেষদিনের এই মিছিলেও উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর পরপর নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে তিনদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজপথে নামাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই ধরছে রাজনৈতিক মহল। অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন।

একদিকে এই নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সুর চড়িয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছেন তিনি, ঠিক তেমনই যারা অগণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ করছেন, তাদেরকে গণতান্ত্রিক উপায়েও যে বিক্ষোভ করা যায়, তা দেখিয়ে দিতে চাইছেন তৃণমূল নেত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!