এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যে নতুন এক লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা

মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যে নতুন এক লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা

বর্তমান যুব সমাজের কথা মাথায় রেখে বাংলার মুখ্যমন্ত্রী প্রায় ১ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন। জানা গেছে, দেশে যে ভাবে ডিজিটালাইজেশন হচ্ছে তাতে সাইবার নিরাপত্তার প্রয়োজন। সাইবার নিরাপত্তাকে পেশা করে রাজ্যে হতে চলেছে প্রায় ১ লক্ষটি কর্মসংস্থান। আর তাই স্নাতক স্তরে পড়ান হবে এই কোর্স। ছাত্রছাত্রীদের প্রাথমিক স্তরে পড়ান হবে নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেমসের নানা বিষয়।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কলেজ পাশ করলেই তারা এই পেশায় যোগ দিতে পারবে। বিষয়টিতে সাহায্য করবে তথ্যপ্রযুক্তি দফতর ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। জানা গেছে কল্যাণী আইআইটি সহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে এই কোর্স পরান হবে। সাহায্যের হাত বাড়িয়েছেন কল্যাণীর আইআইটি বিশেষজ্ঞরা। প্রশিক্ষিত ছাত্রছাত্রীদের কেবলমাত্র তথ্যপ্রযুক্তি ক্ষেত্রই নয় পুলিশের কাজেও নেওয়া হবে। সাইবার নিরাপত্তা নিয়ে বাংলার এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে বিভিন্ন সরকারি ক্ষেত্রে বাংলা থেকেই সাইবার বিশেষজ্ঞ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!