এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এসেছে ২.৮৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, হবে ৮-১০ লক্ষ কর্মসংস্থান – বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষে মুখ্যমন্ত্রী

এসেছে ২.৮৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, হবে ৮-১০ লক্ষ কর্মসংস্থান – বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষে মুখ্যমন্ত্রী


বাংলায় বিপুল অর্থ লগ্নির সম্ভাবনা নিয়ে শেষ হল চতুর্থ বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলন। সম্মেলনে বাংলায় ব্যাবসা বানিজ্যে নতুন দিশা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে উপস্থিত জিন্দাল, মিত্তাল, আম্বানি, আদানির মতো শিল্পজগতের রথি-মহারথিদের সামনে তুলে ধরলেন বাংলায় ব্যবসা বানিজ্যের সুবিধার কথা। কীভাবে বাংলা রাজনৈতিক স্থিতাবস্থা, অনুকুল পরিবেশ, উন্নত প্রযুক্তি, মেধা, অত্যাধুনিক পরিকাঠামো এইসব পরিবর্তনের মধ্যে দিয়ে ধীরে ধীরে উন্নত হচ্ছে তা সবিস্তারে তুলে ধরে দেশ-বিদেশের বিভিন্ন শিল্পপতিদের বাংলায় ব্যবসা করতে আহ্বান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

পাশাপাশি রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের নতুন পথ বাতলে দিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য রাখতে গিয়ে মঞ্চ থেকেই সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি রাজ্যের বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফুটিয়ে নতুন খবর শোনালেন নেত্রী। জানালেন, এবারের বিশ্ব বানিজ্য সম্মেলনে মোট ২.৮৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। শুধু তাই নয়, প্রায় ৪৫ টি বৈঠকের পর ৮৬ টি মউ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে আগামীদিনে রাজ্য প্রায় ৮ থেকে ১০ লক্ষ কর্মসংস্থানের দরজা খুলে গেল বলে জানালেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের মুখে রাজ্যের যুব সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক দখলে রাখতে কর্মসংস্থানকেই হাতিয়ার করেছেন নেত্রী, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী আরও জানান, এবারের সম্মেলনে নজিরবিহীন সাফল্য এসেছে। বাংলায় যে শিল্পের জন্যে অনুকূল পরিবেশ রয়েছে সেটাই কাজে লাগতে চলছে। রাজ্যের ভৌগোলিক অবস্থার প্রশংসা করে বলেন, বাংলায় কর্মসংস্কৃতি অনেক ভালো। বিনিয়োগের সেরা ঠিকানা এখন বাংলাই। এই মুহূর্তে বাংলা ছাড়া আর কোনো রাজ্যে সফলভাবে বানিজ্য সম্মেলন হতে পারত না বলেই দাবী করলেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, এবারের সম্মেলনে ৮৬ টি মউ স্বাক্ষরিত হয়েছে। যার জেরে মোট ৮৪ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। বিনিয়োগ করতে রাজি হয়েছে সিলিকন ভ্যালিতে টিসিএস, কগনিজেন্ট, টেক মাহিন্দ্রা, ক্যাপজেমিনি, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের মতো সংস্থাগুলি।

এর জেরে স্বাভাবিকভাবেই বাংলায় আরো কর্মসংস্থানের পথ প্রশস্ত হল। এর পাশাপাশিই, কেন্দ্রীয় সরকার বিরোধী সুর চড়া করে নেত্রী বলেন, মোদী সরকারের নোটবাতিল এবং জিএসটি চালুর মতো তুঘলকি নীতির কারণে দেশের অনেক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ধ্বংস হয়েছে। ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের কাজ হারিয়ে পথে বসতে হয়েছে। দেশের প্রায় ২ কোটি মানুষ এর জেরে চাকরি খুইয়েছেন বলে দাবী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূল সরকার বাংলায় সে পরিস্থিতি হতে দেয়নি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। বলেন, বাংলায় বেকারত্ব অনেকটাই কম। আগামীদিনে আরও ৮-১০ লক্ষ কর্মসংস্থান হবে।

এর পাশাপাশিই তিনি দাবি করেন, ১ লক্ষ ২০ হাজার কর্মসংস্থান হয়েছে চর্মশিল্পে। ৩৬ টি দেশের ৪ হাজার শিল্পপতিদের নিয়ে রাজারহাটে অনুষ্ঠিত এই চতুর্থ বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলন যে কতটা সফল হয়েছে তার প্রমাণ দিল সম্মেলন সমাপ্তিতে নেত্রীর বক্তব্য। এককথায় তিনি বুঝিয়েই দিলেন ‘বেঙ্গল মিনস বিজনেস।’ দু’দিনের শিল্প সম্মেলনে বিনিয়োগ ক্ষেত্রে বাংলায় নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি রাজ্যের কর্মসংস্থানকেও যে অক্সিজেন দেবে, এতে কোনো সন্দেহে অবকাশ থাকল না শাসকদলের। তবে মুখ্যমন্ত্রী যতই দাবি করুন এই বাণিজ্য সম্মেলন অত্যন্ত সফল ও ফলপ্রসূ – এই প্রসঙ্গে তাঁকে বিঁধতে ছাড়ছেন না বিজেপি-বাম-কংগ্রেস কোনো বিরোধীই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!