এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলা থেকে তাড়াও বলছে কেন? আমি কি বলছি দিল্লি থেকে মোদিকে সরিয়ে দাও? প্রশ্ন ক্ষিপ্ত মমতার!

বাংলা থেকে তাড়াও বলছে কেন? আমি কি বলছি দিল্লি থেকে মোদিকে সরিয়ে দাও? প্রশ্ন ক্ষিপ্ত মমতার!


করোনা মোকাবিলা থেকে ভয়াবহ দূর্যোগ। বিভিন্ন ঘটনায় রাজ্য সরকারের ব্যর্থতাকে বারবার প্রকাশ্যে নিয়ে আসছে বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। এমনকি এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাতের ডাক দিতেও দেখা গেছে অনেক বিজেপি নেতাদের। আর বিজেপি নেতারা যখন এই বিষয়ে তৃণমূল সরকার অস্বস্তিতে ফেলছে, ঠিক তখনই এই ব্যাপারে মুখ খুলে পাল্টা বিজেপির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে বিজেপি নেতাদের করা প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা এই প্রশ্নকে কেন্দ্র করেই এবার রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে জল্পনা। সূত্রের খবর, শুক্রবার বিকেলে দক্ষিণ কলকাতার হরিশ পার্কে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন বাংলার প্রশাসনিক প্রধান। আর সেখানেই বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাকে। রীতিমত আক্রমণত্মক সুরে এদিন তিনি একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা রাজনৈতিক দল সব সময় বলে যাচ্ছে, বাংলা থেকে তাড়াও। এটা কি রাজনীতি করার সময়! নোংরা রাজনীতি করছে। এটা রাজনীতির সময় নয়। আমি তো একবারও বলছি না, দিল্লি থেকে নরেন্দ্র মোদিকে সরিয়ে দাও! কারণ আমি মনে করি না এটা এসব বলা বা রাজনীতি করার সময়। তিন মাস তো লুকিয়েছিলেন। ঘর থেকে বের হননি। আর এখন আপনারা বড় বড় কথা বলছেন! সরকারকে কাজ করতে দিন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলে বিজেপিকে সরাসরি না কটাক্ষ করলেও, পরোক্ষে বুঝিয়ে দিতে চাইলেন যে, বিজেপি নেতারা বারবার তার সরকারকে উৎখাতের যে ডাক দিচ্ছে, তা সত্যি দুর্ভাগ্যজনক। বিরোধিতা সত্ত্বেও তিনি নরেন্দ্র মোদি এবং তার সরকারের বিরুদ্ধে এই কথা বলছেন না। সেদিক থেকে বিজেপি কেন একথা বলছে! তার ব্যাপারে প্রশ্ন তুলে দিয়ে বিশ্ব পরিবেশ দিবসের মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে কোণঠাসা করার চেষ্টা করলেন বাংলার প্রশাসনিক প্রধান বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আরও বলেন “পরিযায়ী শ্রমিক নিয়ে চিৎকার করছে কেন্দ্র। কিন্তু এক পয়সা দিচ্ছে না। আমরা কিন্তু ইতিমধ্যেই ওদের জন্য 200 কোটি টাকা খরচ করেছি। কেন্দ্রীয় সরকার যেভাবে পরিকল্পনা না করে ওদের ছেড়ে দিচ্ছে, তাতে করোনা বাড়ছে। তার ওপর শ্রমিকদের হাতে এক পয়সা দেওয়া হচ্ছে না। ওদের খাবার জুটছে না।” সব মিলিয়ে একদিকে কেন্দ্রকে কটাক্ষ, আর অন্যদিকে বাংলার বিজেপি নেতারা যেভাবে তার সরকারকে উৎখাতের ডাক দিচ্ছে, তার ব্যাপারে প্রশ্ন তুলে পরিবেশ দিবসের অনুষ্ঠান থেকে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!