এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > টিকিয়াপাড়ার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন – কাউকেই ছাড়া হবে না

টিকিয়াপাড়ার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন – কাউকেই ছাড়া হবে না


করোনাকে মোকাবিলা করতে এখন সর্বত্র লকডাউন চলছে। তবে বেশ কিছু জায়গায় সেই লকডাউন ভঙ্গ করতে দেখা গেছে একাংশকে। যার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে সেই লকডাউন মানানোর জন্য নানা জায়গায় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, পুলিশের ওপর লকডাউন অমান্যকারীদের হামলার ঘটনা নজর কেড়েছে। আর এবার সেই ঘটনারই বহিঃপ্রকাশ হতে দেখা যায় হাওড়ার টিকিয়াপাড়ায়।

যেখানে পুলিশের পক্ষ থেকে লকডাউন অমান্যকারীদের বাড়িতে প্রবেশ করানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হলেও, একাংশ পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশের ওপর লাঠি, গুলি চালানো সহ তাদের দুটি গাড়ি ভাঙচুর করা হয় বলে খবর। আর এরপরই নানা মহলে দাবি ওঠে, পুলিশই যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে রাজ্যে! আর এই ঘটনায় তিনি যে অত্যন্ত ক্ষুব্ধ, তা এবার প্রমাণ করে দিবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথমে হাওড়ার টিকিয়াপাড়া পুলিশের ওপর আক্রমণের ঘটনায় রাজ্য পুলিশের পক্ষ থেকে আক্রমণকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে বলে একটি টুইট করা হয়। আর রাজ্য পুলিশের করা সেই ট্যুইট রি ট্যুইট করেন রাজ্যের প্রশাসনিক প্রধান‌। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটে এই বার্তা দেওয়ার পরেই কার্যত প্রমাণ হয়ে যায় যে, তিনি এই গোটা ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ এবং তিনি চাইছেন যে, দ্রুত যাতে দোষীদের গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় বিরোধীদের তরফে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে দাবি করা হচ্ছে।

সমালোচক মহলের একাংশ বলছেন, রাজ্যের ঠিকমত লকডাউন না হওয়ায় পুলিশ প্রশাসন যদি পদক্ষেপ নেয়, তাহলে কিছু উন্মত্ত যুবক কেন তাদের ওপর হামলা করার সাহস পাবে! কে তাদের এই সাহস যোগাচ্ছে! ইতিমধ্যেই এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় পুলিশের ওপর হামলাকারীদের “দিদির ভোটব্যাঙ্ক” বলে দাবি করে সরব হয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

আর এমতাবস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা ঘটনায় রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে কি বার্তা দেন, তার দিকে নজর ছিল সকলেরই। আর সেই বার্তা দিতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে আইনের উর্দ্ধে কেউ নন। সুতরাং এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে তা রাজ্য পুলিশের করা ট্যুইটে রিটুইট করে প্রমাণ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এখন গোটা ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!