এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সদ্য জয়ী কালিয়াগঞ্জকে উপহারের ডালি দিয়ে মুড়ে দিতে শীঘ্রই যাচ্ছেন মুখ্যমন্ত্রী? জল্পনা চরমে

সদ্য জয়ী কালিয়াগঞ্জকে উপহারের ডালি দিয়ে মুড়ে দিতে শীঘ্রই যাচ্ছেন মুখ্যমন্ত্রী? জল্পনা চরমে

দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ কংগ্রেসের দখলে ছিল। লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস দখলের চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। উল্টে সেখানে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। কালিয়াগঞ্জ বিধানসভায় তাদের লিড ছিল চোখে পড়ার মত। আর লোকসভায় বিজেপির এই সাফল্যের পর কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কতটা দাগ ফোটাতে পারবে, তা নিয়ে চিন্তায় ছিলেন তৃণমূলের সকলেই। তবে এই কেন্দ্রে জয়লাভ করবার জন্য মরিয়া হয়ে উঠেছিল তৃণমূল নেতৃত্ব।

যদি তারা জয়লাভ করেন তাহলে এমন উন্নয়ন হবে যা অতীতে আর কেউ দেখাতে পারেনি বলে প্রচারে দাবিও করতে দেখা গেছে তৃণমূলের শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। এমনকি যদি তারা তাদের প্রার্থী জয়লাভের পর উন্নয়ন করতে না পারেন, তাহলে আগামী 2021 এ আর তারা ভোট চাইতে আসবেন না বলেও জনসাধারণের কাছে জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের এই দুই হেভিওয়েট নেতা। আর সাধারণ মানুষ তৃণমূলের এই কথায় কিছুটা হলেও বিশ্বাস করেছিল।

যার ফলে লোকসভায় ব্যাপক ভোটে পিছিয়ে থাকা তৃণমূল কংগ্রেস কালিয়াগঞ্জ বিধানসভায় দুই হাজারের বেশি কিছু ভোটে লিড পেয়ে জয়লাভ করে। আর তপন দেব সিংহ কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক হওয়ার পরেই এবার উন্নয়নের ডালি নিয়ে কালিয়াগঞ্জে আসার কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, গতকাল এখানকার নির্বাচনী ফলাফল প্রকাশ হওয়ার পরই দলের রাজ্য সম্পাদক অসীম ঘোষকে টেলিফোনে সপ্তাহ দুয়েকের মধ্যেই তিনি কালিয়াগঞ্জে আসবেন বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর কথা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা রাখার ব্যাপারটি অসীমবাবু সাধারণ মানুষের কাছে তুলে ধরায় এখন প্রবল আশায় দিন গুনছেন কালিয়াগঞ্জবাসী। অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জের মানুষের কাছে ব্যাপকভাবে কৃতজ্ঞ। কারণ তার দল গঠনের পর থেকে কালিয়াগঞ্জে কোনো বার জয়লাভ করতে পারেনি তৃণমূল কংগ্রেস। তবে এবার সেখানকার মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করায় উন্নয়ন করে সাধারণ মানুষের মন জয় করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর তাইতো দলের নেতাকে তার আসার আগাম বার্তা দিয়ে সেখানকার মানুষের আনন্দ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন বলে মত বিশেষজ্ঞদের। কিছু কালিয়াগঞ্জে এলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী কী উন্নয়নের ডালি নিয়ে আসতে পারেন? সূত্রের খবর, কালিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উত্তীর্ণ করার কথা হলেও, এখনও পর্যন্ত তা সম্ভব হয়নি। তাই সেদিক থেকে এই ব্যাপারে কোনো সুখবর পাওয়া যেতে পারে মুখ্যমন্ত্রীর গলায় বলেই মনে করা হচ্ছে।

এছাড়াও কালিয়াগঞ্জের একটি মাত্র কলেজ থাকায় অনেক গ্রামের মেয়েদের সেখানে ভর্তি হতে অসুবিধা হয়। শাসকদলের এবারের ইশতেহারে আরেকটি মহিলা কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর যদি মুখ্যমন্ত্রী এসে এরকম কোনো আশার বাণী শোনাতে পারেন, তাহলে কালিয়াগঞ্জের মানুষ তৃণমূলের প্রতি তাদের সমর্থন আরও বাড়িয়ে দেবেন, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। এছাড়াও নির্বাচনী প্রতিশ্রুতিতে বেহাল রাস্তা নির্মাণ, সেচ, পানীয় জলের মতো গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের কথা তৃণমূল নেতারা বলায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে এই সমস্ত ব্যাপারেও কালিয়াগঞ্জের জন্য দরাজহস্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে।

তবে দলীয় ভাবে অসীম ঘোষ মুখ্যমন্ত্রী জেলায় আসছেন বলে জানালেও জেলা প্রশাসনের কাছে এখনও সেই রকম কোনো খবর পৌছয়নি বলেই খবর। তবে কালিয়াগঞ্জের মানুষ তাদের নিরাশ না করায়, মমতা বন্দ্যোপাধ্যায়ও যে কালিয়াগঞ্জের মানুষকে নিরাশ করবেন না, সেই ব্যাপারে নিশ্চিত তৃণমূলের নেতারা। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জের বিধায়ক পেয়ে সেখানকার উন্নয়নের জন্য ঠিক কি বার্তা নিয়ে আসেন, সেদিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!