এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার রাজ্যের সরাসরি ধার নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে বড়সড় আবেদন মুখ্যমন্ত্রীর!

এবার রাজ্যের সরাসরি ধার নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে বড়সড় আবেদন মুখ্যমন্ত্রীর!


মাঝেমধ্যেই কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া অর্থ মেটানো হোক বলে দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কেন্দ্রের সাথে রাজ্য সরকারের প্রধান দ্বৈরথ এই ঘটনাকে কেন্দ্র করেই বলে মত রাজনৈতিক মহলের। বর্তমানে করোনা ভাইরাসের জন্য প্রতিটি সরকারের ওপর চাপ পড়ছে। একদিকে লকডাউন আর অন্যদিকে সেই করোনা ভাইরাস মোকাবিলা করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিভিন্ন সরকারকে।

আর এমন পরিস্থিতিতে রাজ্য সরকারকে সহযোগিতার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। ঘোষণা করা হয়েছে আর্থিক প্যাকেজের। কিন্তু তা সত্ত্বেও বারেবারে বাংলাকে প্রয়োজনীয় অর্থ দেওয়া হোক বলে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ভিডিও কনফারেন্সের বৈঠকে এক নতুন দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, রিজার্ভ ব্যাংক থেকে রাজ্যগুলিকে সরাসরি ধার নেওয়ার সুযোগ দেয়া হোক। অর্থাৎ এতদিন কেন্দ্রের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হলেও, এবার রিজার্ভ ব্যাংক থেকেই সরাসরি ধার নিয়ে রাজ্যগুলিকে সহযোগিতা করা হয়, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। বস্তুত, ধার নেওয়া মানেই তাদের সুদ গুনতে হবে। কিন্তু এক্ষেত্রে রেপো রেটে সেই টাকা ধার নেওয়ার সুযোগ রাজ্যগুলিকে দেওয়ার দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ভিডিও কনফারেন্সের বৈঠকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে, কেন্দ্রের থেকে বিভিন্ন খাতে রাজ্যের পাওনা প্রায় 52,972 কোটি টাকা। এক্ষেত্রে 100 দিনের কাজে 36 হাজার কোটি, পণ্য পরিষেবা করে 2.393 কোটি, খাদ্য ভর্তুকিতে 3,579 কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে পাওয়া যাবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ্যাৎ এক্ষেত্রে কেন্দ্রের কাছে রাজ্য প্রায় 11 হাজার কোটি টাকা কম পেয়েছে বলেও জানানো হয়েছে।

তবে মুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রীকে যেভাবে রিজার্ভ ব্যাংক থেকে সরাসরি ধার নেওয়ার সুযোগের ব্যাপারে রাজ্যগুলিকে ক্ষমতা দেওয়ার কথা বললেন, তাতে কি আদৌ রিজার্ভ ব্যাংক রাজি হবে? এখন তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গে ঋণের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। বর্তমানে অতীতের করা ঋণের সুদ দিতেই কার্যত হিমশিম খেতে হচ্ছে সরকারকে।

তার উপরে এখন রাজস্ব আদায় কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই এমতাবস্তায় প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী এই আবেদন জানালেও, রিজার্ভ ব্যাংক তাতে কতটা রাজি হবে, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে‌। তবে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতিকে সংস্কার করতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে এই দাবি জানালেও, শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!