এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাসে যাত্রী তোলা নিয়ে নতুন নির্দেশিকা মমতার, করোনা সংক্ৰমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় কাঁপছে রাজ্য

বাসে যাত্রী তোলা নিয়ে নতুন নির্দেশিকা মমতার, করোনা সংক্ৰমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় কাঁপছে রাজ্য


চলতি মাসে রাজ্যজুড়ে করোনা আক্রান্তের হার যথেষ্ট‌ই বেড়েছে। এরইমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আগামী ৮ই জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান খুলে যাবে। এর আগে চতুর্থ দফার লকডাউন চলাকালীন রাজ্যে ২০ জন যাত্রী নিয়ে বাস চালানোর ক্ষেত্রে শিথিলতা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও সে ক্ষেত্রে বেসরকারি বাস মালিকরা জানিয়েছিলেন ২০ জন যাত্রী নিয়ে বাস চালালে তাদের লাভ তো হবেই না উপরন্তু লোকসান হবে সুতরাং তারা রাস্তায় বাস নামায় নি।

কুড়ি জন যাত্রী নিয়ে সরকারি বাসই ক’দিন ধরে কলকাতার রাস্তায় দৌড়াচ্ছিল। কিন্তু সেক্ষেত্রেও জানা যাচ্ছে সরকারি খাতে লোকসান‌‌ই হচ্ছে। সোশ্যাল ডিসটেন্স মেনটেন এর জন্য বাসে ২০ জন যাত্রী তোলার অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বেসরকারি বাস রাস্তায় নামলে হাতেগোনা কয়েকটি সরকারি বাসের মাধ্যমে অফিসে পৌঁছানো কষ্টসাধ্য হবে বলে মনে করছে জনসাধারণ। সেই কথা মাথায় রেখেই শুক্রবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাসগুলি ২০ জনের বদলে যতগুলি আসন কতজন যাত্রীকে নিয়ে চলাচল করতে পারবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সে ক্ষেত্রে কনডাক্টারদের সাথে কোনরকম খারাপ আচরণ করা যাবে না বলে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে এদিন তিনি বলেছেন বাসে কোনো যাত্রী দাঁড়িয়ে সফর করতে পারবে না এমনকি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন এর ব্যাপারে যাতে নজর থাকে সেই বিষয়ে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে‌ রাজ্যের সিদ্ধান্ত অনুযায়ী ৮ই জুন থেকে খুলে যাচ্ছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি। সরকারি বাস চললেও বেসরকারি বাস এবার রাস্তায় নামবে কিনা সে বিষয়ে বেসরকারি বাসের মালিকরা আগামী রোববার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে।

অন্যদিকে জানা গেছে রাজ্যের মেট্রো পরিষেবা এবং শহরতলির লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ। প্রসঙ্গত জানা গেছে পয়লা জুন থেকে চা এবং জুট শিল্পের ক্ষেত্রে ১০০% কর্মী উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফত জানা গেছে এদিন বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন পয়লা জুন থেকে রাজ্যের সমস্ত ধর্ম স্থানগুলি খোলা যাবে।তবে সে ক্ষেত্রে মানতে হবে কিছু বিধি নিষেধ যেমন সোশ্যাল ডিসটেন্স-এর কথা মাথায় রেখে ১০ জনের বেশি মন্দির বা মসজিদ কোন লোক প্রবেশ করতে দেওয়া যাবে না।

এদিকে বিরোধীদের একাংশের মতে সবকিছুতে এতটা ছাড় দেওয়া হলে খুব তাড়াতাড়ি বাড়তে পারে করোনা সংক্রমণ। জানা গেছে বাসে যতগুলি আসন কত জন যাত্রী কে নিয়ে বাস চলাচল করলে সোশ্যাল ডিসটেন্স কিভাবে পালন করা হবে সেই বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সে ক্ষেত্রে বাসের প্রতিটি সিটে যদি যাত্রী বসে করোনা সংক্রমণ ঠেকানো যাবে কিনা সে বিষয়ে যথেষ্ট আশঙ্কা করছেন বিরোধী মহল। এমনিতেই যত দিন যাচ্ছে, ততই হুহু করে বাংলায় বাড়ছে করোনা সংক্ৰমণ। আর এরপর মুখ্যমন্ত্রীর নতুন নির্দেশিকায় বাসে চড়ার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বিধি লঙ্ঘিত হওয়ায় সংক্ৰমণ দ্রুত ছড়ানোর আশঙ্কা করছেন সকলেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!