এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > টিকিয়াপাড়ায় একটা ছোট্ট ঘটনা ঘটেছে, তা নিয়ে এত রাজনীতি করার কী আছে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

টিকিয়াপাড়ায় একটা ছোট্ট ঘটনা ঘটেছে, তা নিয়ে এত রাজনীতি করার কী আছে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর


প্রায় বেশ কিছু বছর আগে পাকস্ট্রিটের ধর্ষণ কাণ্ডের পর গোটা ঘটনাকে “ছোট্ট ঘটনা” বলে অভিহিত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বিরোধীদের তরফের সমালোচনার ঝড় বইতে শুরু করেছিল বঙ্গ রাজনীতিতে। অনেকদিন পর্যন্ত সেই ঘটনার রেশ ছিল বাংলায়। যার প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে।

বর্তমানে করোনা ভাইরাস গোটা বিশ্বকে কাঁপিয়ে তুলতে শুরু করেছে। করোনা ভাইরাসকে দূরীভূত করতে একমাত্র পদ্ধতি হিসেবে বেছে নেওয়া হয়েছে লকডাউনকে। গোটা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গও এখন সেই লকডাউনের পর্যায়ে। রাজ্য পুলিশের পক্ষ থেকে যে সমস্ত এলাকার সঙ্কটজনক, সেই সমস্ত এলাকায় লকডাউন পালন করানোর জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরকমই হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশের পক্ষ থেকে টহলদারি চলছিল।

কিন্তু সেই সময়ে হঠাৎ কিছু যুবক পুলিশের বিধিনিষেধ উপেক্ষা করে রাস্তায় ভিড় করতে শুরু করে। যার পরে পুলিশের পক্ষ থেকে তাদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করা হলেও, তাকে কার্যত উপেক্ষা করে সেই যুবকরা। আইন অমান্য করে তারা পুলিশের ওপর লাঠি গুলি চালাতে শুরু করে। ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ি। যার ফলে চরম উত্তেজনা তৈরি হয় এলাকায়। কেন পুলিশের গায়ে হাত তোলার সাহস পেল কিছু যুবক, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিভিন্ন মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই ঘটনায় যেখানে রাজ্যের পুলিশ প্রশাসন নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপদে থাকবেন, সেই প্রশ্ন ওঠায় রীতিমত অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর তরফেও গোটা ঘটনায় পদক্ষেপ নেওয়ার জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য পুলিশের পোস্ট করা টুইট রিটুইট করেই এই বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে টিকিয়াপাড়া প্রসঙ্গে তিনি মুখ খোলেন কিনা, তার দিকে নজর ছিল সকলেরই। অবশেষে মুখ খুললেন তিনি।

কিন্তু এক্ষেত্রে বিতর্ককে উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ করতে শুরু করেছে বিরোধীরা। পার্ক স্ট্রিটের ঘটনার সময় যেভাবে গোটা ঘটনাকে ‘ছোট্ট ঘটনা’ বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী, ঠিক তেমনই টিকিয়াপাড়ায় পুলিশের ওপর আক্রমণের ঘটনাকেও ছোট ঘটনা বলে উল্লেখিত করলেন তিনি। সূত্রের খবর, এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে এই ব্যাপারে বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “শকুনের মত বসে রয়েছে, কখন কেউ মরবে, এরা ঠুকরে খাবে।”

এরপরেই কার্যত ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “একটা ছোট্ট ঘটনা ঘটেছে। তা নিয়ে রাজনীতি করার কি আছে! পুলিশ নিজের কাজ করছে। তারা কড়া ব্যবস্থা নেবে। কেউ ছাড়া পাবে না। কিন্তু এসব নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। আমিও চাই দোষীদের শাস্তি হোক। কিন্তু নিরাপরাধদের বাঁচিয়ে। আমি কখনও দোষীদের ধর্ম-বর্ণ দেখিনি। এখনও দেখব না।” আর হঠাৎ রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে টিকিয়াপাড়ার পুলিশের ওপর আক্রমণের ঘটনায় যেভাবে ছোট ঘটনা বলে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিরোধীদের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!