এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হেভিওয়েট তিন মন্ত্রীকে তিরস্কার মুখ্যমন্ত্রীর, রাজ্য মন্ত্রিসভায় রদবদল, জল্পনা তুঙ্গে

হেভিওয়েট তিন মন্ত্রীকে তিরস্কার মুখ্যমন্ত্রীর, রাজ্য মন্ত্রিসভায় রদবদল, জল্পনা তুঙ্গে


 

সরকারি দপ্তরের কাজে যে তিনি টালবাহানা বরদাস্ত করবেন না, তা অতীতেই বুঝিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যতই কাছের লোক হোক না কেন, সরকারি দপ্তরের কাজে মানুষকে অসুবিধেয় ফেলা যে তার ডিকশনারিতে নেই, তা অতীতেও প্রমান করে দিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। আর এবার নবান্ন সভাগৃহে বুলবুলের দাপটে ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে বৈঠকে বসে রাজ্যের একাধিক মন্ত্রীকে ভর্ৎসনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার এই ব্যাপারে রাজ্যের সমস্ত দপ্তরের মন্ত্রী এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই বুলবুলের দাপটে কি কি ক্ষতি হয়েছে, তার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন তিনি। এদিকে এদিনের এই আলোচনা পর্বে মুখ্যমন্ত্রী রাজ্যের 3 দপ্তরের মন্ত্রীর কাজ নিয়ে প্রবল অসন্তোষ প্রকাশ করেন।

জানা যায়, পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাসের কাজ নিয়ে প্রশ্ন তুলে দেন বাংলার প্রশাসনিক প্রধান। কার্শিয়াংয়ের নতুন সার্কিট হাউজ তৈরির দরপত্র নিয়ে এদিন পূর্তমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলেন, “ওখানে তো আগে থেকেই একটা সার্কিট হাউজ রয়েছে। তা সত্তেও নতুন একটি তৈরির জন্য কেন দরপত্র দেওয়া হল!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই সার্কিট হাউজ কি বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হবে!” স্বভাবতই নতুন করে সার্কিট হাউস তৈরীর জন্য রাজ্য সরকারের যে প্রচুর পরিমাণে অর্থ লাগবে, তা কারোই অজানা নয়। রাজ্যের কোষাগারে যখন ভাঁড়ে মা ভবানী দশা, তখন পূর্ত দপ্তরের এই কাজে যে তিনি অত্যন্ত সন্তুষ্ট, তা এদিনের বৈঠক থেকেই বুঝিয়ে দিয়ে অরূপ বিশ্বাসের বিরম্বনা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

এদিকে এদিন পঞ্চায়েত দপ্তরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এরপরই সরকারের বিরুদ্ধে ভুরি ভুরি মামলা পড়ে থাকায় আইনমন্ত্রী মলয় ঘটককে ভৎসনা করেন মুখ্যমন্ত্রী। আর রাজ্যের তিন হেভিওয়েট মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভর্ৎসনা রাজ্যের মন্ত্রিসভায় বড়সড় রদবদল আনতে চলেছে বলে মনে করছে একাংশ।

অনেকেই বলছেন, তিন দপ্তরের মন্ত্রীদের কাজে যে তিনি অসন্তুষ্ট, তা এদিনের রিভিউ বৈঠক থেকেই তাদের সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আগাম সর্তকতা তিন দপ্তরের মন্ত্রীর দায়িত্ব কমায় কিনা, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!