এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রী মুসলিম তোষণ করতে গিয়ে ভোটব্যাঙ্ক চলে গিয়েছে, তাই হিন্দু তোষণ করছেন: দিলীপ

মুখ্যমন্ত্রী মুসলিম তোষণ করতে গিয়ে ভোটব্যাঙ্ক চলে গিয়েছে, তাই হিন্দু তোষণ করছেন: দিলীপ


অতীতে বহুবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য নানা উন্নয়নের কথা শোনালেও তা তোষণের রাজনীতি বলে কটাক্ষ করতে দেখা যেত বিরোধীদলগুলোকে। কেন মুসলিমদের জন্য ইমাম ভাতা হলেও হিন্দুদের পুরোহিত সমাজের জন্য কোনো ভাতা করা হবে না, তা নিয়ে সোচ্চার হতে দেখা যেত একাংশকে। যার ফলে সরকারও প্রবল চাপে পড়ে ছিল।

তবে সাম্প্রতিক কালে লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে রাজ্যের শাসকদলের সেই মুসলিম তোষণের নীতিই তাদের অনেকটা বিপাকে ফেলে দিয়েছে। যার ফলে হিন্দু ভোটের পুরোটাই বিরোধী দল বিজেপির দিকে চলে গেছে বলে দাবি রাজনৈতিক মহলের।

আর এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে সেই হিন্দুদের জন্য নানা আশাব্যঞ্জক কথা শোনা গেছে রাজ্য সরকারের গলায়। যার সর্বশেষ নিদর্শন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে দীঘায় জগন্নাথ মন্দিরের নির্মাণের কথা শোনা। আর এবার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় সরকারি অর্থে যে জগন্নাথ মন্দিরের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, তার কঠোর সমালোচনা করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, গত 20 আগস্ট পূর্ব মেদিনীপুর জেলা সফরে এসে দীঘায় আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারের উদ্বোধনের মঞ্চ থেকে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই সেই অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে দিঘা সমুদ্রের ধারে অবস্থিত জগন্নাথ মন্দির পরিদর্শনে যান তিনি।

আর এরপরই সেই মন্দির লাগোয়া পাঁচ একর জমির ওপর পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি জগন্নাথ মন্দির করা হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা করলে দ্রুত কাজ শেষ করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। তবে মুখ্যমন্ত্রী এই ধরনের ঘোষণা করলেও তা নিয়ে সেই রাজ্যের প্রশাসনিক প্রধানকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতিকে।

সূত্রের খবর, রবিবার তমলুকের 10 নম্বর ওয়ার্ডে পদুমবসান এলাকায় তমলুক সাংগঠনিক জেলা কমিটির নেতাদের নিয়ে একটি বৈঠক করেন দিলীপ ঘোষ। যেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু, জেলা সভাপতি নবারুণ নায়েক সহ অন্যান্যরা। আর সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীঘায় জগন্নাথ মন্দির সম্পর্কে মুখ খোলেন দীলিপবাবু।

তিনি বলেন, “আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দায়ে পড়ে হিন্দুদের জন্য কিছু করতে চাইছেন। মুসলিম তোষণ করতে গিয়ে তার হিন্দু ভোট চলে গিয়েছে। তাই এখন তিনি হিন্দু তোষণ করছেন। কিন্তু মনে রাখতে হবে এটা আমাদের পরম্পরা নয়। সরকারি উদ্যোগে মন্দির হওয়া উচিত নয়। স্বাধীনতার পর সোমনাথ মন্দিরকে নতুনভাবে গড়ে তুলতে অনেকেই গান্ধীজীর কাছে আবেদন করেন। কিন্তু গান্ধীজী বলেছিলেন, সরকারি টাকায় মন্দির নির্মাণ ঠিক নয়। জনগণের উদ্যোগেই এটা করা উচিত এবং সেটাই হয়েছিল।”

একইভাবে রাম মন্দির কোনো সরকার করে দেবে না, তা সাধু-সন্তরা বানাবেন বলেও এদিন জানিয়ে দেন দিলীপ ঘোষ। পাশাপাশি সম্প্রতি রাজ্যে কচুয়ার ঘটনা নিয়েও রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “কচুয়ায় একসঙ্গে এত জন মারা গেলেন, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। সরকার যে মঠ ও মন্দির নিয়ে আন্তরিক নয়, সেটা এই ঘটনা থেকেই পরিষ্কার। নন্দীগ্রাম থেকে রাজ্যে পরিবর্তন হয়েছিল। রাজ্যের সেই পরিবর্তন আবারও নন্দীগ্রাম থেকে শুরু হবে।” সব মিলিয়ে দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণায় শাসক দলকে কড়া আক্রমন বিজেপি রাজ্য সভাপতির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!