এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিরোধী অভিযোগ উড়িয়ে করোনা লড়াইয়ে তিনি রাস্তাতেই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী

বিরোধী অভিযোগ উড়িয়ে করোনা লড়াইয়ে তিনি রাস্তাতেই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী


করোনা মোকাবিলায় প্রথম থেকেই সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করতে দেখা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যখন গোটা দেশ এবং রাজ্য লকডাউন, ঠিক তখনই বাজার থেকে শুরু করে হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি‌। শুধু তাই নয়, কিভাবে সামাজিক দূরত্ব অবলম্বন করতে হবে, তার জন্য বাজারের সামনে গিয়ে গণ্ডি কাটতেও দেখা গেছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধানকে। আর লকডাউনের এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর এভাবে পথে নামাকে নিয়ে পাল্টা সরব হয়েছে বিরোধীরা।

অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান। যখন গোটা রাজ্যে লকডাউন চলছে, তখন তিনি যদি তা ভেঙে এইভাবে রাস্তায় নেমে পড়েন, তাহলে সাধারণ মানুষের মনেও প্রশ্ন উঠবে। তাই মুখ্যমন্ত্রীর সর্তকতা অবলম্বন করা উচিত। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় গত তিন চারদিন ধরে কলকাতার বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে গাড়ি থেকেই বসে মাইকিং করে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন। আর এবার সেই বার্তা দিতে গিয়েই বিরোধীদের বক্তব্যের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার মৌলালি এলাকায় উপস্থিত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর সেখানেই গাড়ির ভেতর থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনাদের অসুবিধার জন্য আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু করোনাকে হারাতে ঘরে থাকতেই হবে। শান্ত থাকুন, ঘরে থাকুন। সামাজিক দূরত্ব মেনে চলুন। করোনা হলে ভয় পাওয়ার কিছু নেই। পুলিশকে জানান। ওদের সাহায্য নিয়ে হাসপাতালে যান।” আর এরপরই তার রাস্তায় নামা নিয়ে যেভাবে বিরোধীরা কটাক্ষ করছে, নাম না করে সেই বিরোধীদের জবাব দেন বাংলার মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “মানুষের পাশে আমরা থাকবই। করোনা ভাইরাসকে আমরা ভয় পাই না। মানুষকে সচেতন করতে রাস্তায় বের হচ্ছি। তাতে যদি আমার করোনা হয়, হোক।” বিশেষজ্ঞরা বলছেন, প্রথম থেকেই করোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন এবং যেভাবে রাস্তায় নেমেছেন, তাতে কিছুটা খুশি হয়েছিল বাংলার মানুষ। তবে পরবর্তীকালে বিরোধীদের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় নামা কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়েছিল‌।

আর এবার সেই বিরোধীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় “তার করোনা হলে হবে কিন্তু মানুষকে তিনি বাঁচানোর জন্য লড়াই করবেন” বলে জানালেন, তাতে তিনি তার উদারতাকেই সামনে আনলেন বলে মনে করছে একাংশ।পাশাপাশি এই কথা বলে বিরোধীদেরকেও কোণঠাসা করার চেষ্টা করলেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে প্রমাণ করে দিলেন যে, যে যাই বলুন না কেন, তিনি তার মত করে কাজ করে যাবেন। কারও কথার গুরুত্ব দিতে নারাজ তিনি। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!