আগামী বছর দেশকে নতুন করে স্বাধীন করতে চান মুখ্যমন্ত্রী! কিভাবে জেনে নিন জাতীয় রাজ্য August 15, 2018 ২০১৯ সালে লোকসভা ভোট আসন্ন। আর সেই লোকসভা ভোটেই বিজেপিকে হটিয়ে দেশ স্বাধীন করার বার্তা দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বেহালায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে আরও জমজমাট করে তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, কদিন আগেই নবান্নে একটি সাংবাদিক বৈঠকে এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ” বিজেপির নেতারা এত বড় বড় কথা বলছেন। তাঁদের বাবা-মার বার্থ সার্টিফিকেট আছে? অমিত শাহর পিতাজি-মাতাজির বার্থ সার্টিফিকেট আছে? অটলজি অসুস্থ, না হলে তাঁকেও জিজ্ঞাসা করতাম, তাঁর বাবা-মার বার্থ সার্টিফিকেট আছে কি না। আমার যেমন বার্থ সার্টিফিকেট নেই। “সূত্রের খবর, এদিনই অসম থেকে বেঙ্গল ইউনাইটেড ফোরামের প্রতিনিধিরা নবান্ন এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁদের দুর্ভোগের কথা জানিয়েছেন। এদিন তাঁরা বঙ্গের প্রশাসনিকের কাছে কার্যত অভিযোগের সুরে বলেন, প্রতিবাদ করলেই ডিটেনশন ক্যাম্পে পুরে দেওয়া হচ্ছে। আর এরই পরে দেখা যায়, ১৯৬৪, ১৯৬৫, ১৯৬৬ সালের পরিচয়পত্র ও সার্টিফিকেট থাকা সত্ত্বেও, অনেকের নাম বাদ দেওয়া হয়েছে এই আসামের নাগরিকপঞ্জীর তালিকা থেকে। শুধু তাই নয়,দেখা গেছে এই তালিকা থেকে বাদ পড়েছে স্বাধীনতা সংগ্রামী ধ্রুবজ্যোতিপ্রসাদ বসুর পরিবারের সদস্যদের নামও। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। জানা গেছে, নাগরিকপঞ্জী থেকে বাদ যাওয়া ৪০ লক্ষের মধ্যে ২৫ লক্ষ হিন্দু বাঙালি, ১৩ লক্ষ মুসলিম বাঙালি এবং দু’লক্ষ অন্য ভাষাভাষীর মানুষ আছে। তাই এটাকে বাংলাভাষী মানুষের উপরে আক্রমণ বলে এদিন বিজেপিকে কটাক্ষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাতে কেউ প্রতিবাদ না করে, তার জন্য নানারকম ভয় দেখানো হচ্ছে। অসম সরকার আমাদের বিরুদ্ধেও কেস করেছে। তবে আমরা কিছুতেই ভয় পাই না।” এদিকে আসামে এনআরসি চালুর পরেই এরাজ্যেও সেই এনআরসি চালুর দাবিতে বারেবারেই মুখ খুলেছে বঙ্গ বিজেপি। এদিন সেই ব্যাপারে বঙ্গের প্রশাসনিক প্রধান বলেন,” মধু মধু। সব ভগবান নাকি? যা চাইবে তাই হবে। এতই সোজা? এসব ভোটের অঙ্ক ছাড়া কিছুই না।” সব মিলিয়ে নাগরিকপঞ্জীর নামে বিজেপির বাঙালি খেদাওয়ের চক্রান্ত রুখতে 2019 র লোকসভায় সেই বিজেপিকেই দেশ থেকে বিদায় জানাতে নিজের লড়াই জারি রাখার কথাই জানিয়ে দিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার মতামত জানান -