এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের আগে ‘ঘনিষ্ঠ বুদ্ধিজীবীর’ কাছে বড়সড় ধাক্কা শাসকদলের

পঞ্চায়েতের আগে ‘ঘনিষ্ঠ বুদ্ধিজীবীর’ কাছে বড়সড় ধাক্কা শাসকদলের


পঞ্চায়েত নির্বাচনের আগেই বড় ধাক্কা শাসকশিবিরে। মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত নাট্যব্যক্তিত্ত্ব তথা বুদ্ধিজীবী শাঁওলি মিত্র পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন। কিছুদিন আগেই ‘সভাপতি হিসাবে বাংলা আকাদেমিতে নিজের মতো করে কাজ করতে পারছি না’ অভিযোগে ইস্তফা দেন। আর তারপরেই, মুখ্যমন্ত্রীর উদ্যোগে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যোগাযোগ করেন শাঁওলি মিত্রের সঙ্গে। তারপরেই পার্থবাবু জানিয়ে দেন, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন না শাঁওলি মিত্র।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু আজ এক বিবৃতিতে শাঁওলিদেবী জানান, তিনি আর পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতির পদে ফিরছেন না। এই বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় তিনি জানান, সরকার যে আমাকে চাইছেন না, সমাধানসূত্র না মেলার ঘটনাতেই তা স্পষ্ট। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি অসম্মানিত বোধ করছি। সূত্রের খবর, শাঁওলিদেবী যে ‘দমবন্ধকর’ পরিস্থিতির কথা বলেছেন তা মূলত কর্মীনিয়োগ নিয়ে মতান্তর থেকে শুরু হয়। তবে শাঁওলিদেবীর এই ঘোষনার পরিপ্রেক্ষিতে এখনো রাজ্য সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!