এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১ কোটি কর্মসংস্থান – বিশেষ পরিকল্পনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১ কোটি কর্মসংস্থান – বিশেষ পরিকল্পনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


রাজ্যে শিল্পের হাল ফেরাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভরসা ক্ষুদ্র ও মাঝারি শিল্প। কেননা গত ৭ বছরে তাঁর জামানায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের হাত ধরেই এক কোটি কর্মসংস্থান হয়েছে। গতকাল, নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্মেলনে মুখ্যমন্ত্রী একথা তুলে ধরেন।

রীতিমত তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে সবসময়েই বড় পদক্ষেপ নিয়েছে। এই প্রসঙ্গে তিনি, ৭৬ হাজার তাঁত শিল্পীকে তাঁত বোনার যন্ত্র দেওয়া, ৯৫ হাজার শিল্পীকে প্রশিক্ষণ দেওয়া বা ৬৬ হাজার শিল্পীকে ক্রেডিট কার্ড দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে, এখানেই শেষ নয় – মুখ্যমন্ত্রী চান ভবিষ্যতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আরো বেশি প্রসার। আর তাই তিনি আধিকারিকদের রীতিমত মাঠে নেমে কাজ করার নির্দেশ দিয়েছেন। দফতরের সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন জেলার কাজ পর্যবেক্ষণ করতে, আর তিনি নিজে সেই রিপোর্ট দেখবেন বলে জানিয়েছেন।

এর সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় নির্দেশ – দফতরের প্রধান সচিব ও মন্ত্রীর মধ্যে সমন্বয় রেখে কাজ করতে হবে। আগামী দিনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের হাত ধরেই বাংলার শিল্প সমস্যার বড় সমাধানের জন্য তিনি আধিকারিকদের জেলায় জেলায় ঘুরে মানুষকে ছোট লগ্নিতে ব্যবসা করার জন্য উৎসাহ দেওয়ার কথাও তুলে ধরেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!