এখন পড়ছেন
হোম > রাজ্য > কলেজে ভর্তির ক্ষেত্রে নয়া পদক্ষেপ , স্বচ্ছতার কারনে বড় উদ্যোগ রাজ্যের !

কলেজে ভর্তির ক্ষেত্রে নয়া পদক্ষেপ , স্বচ্ছতার কারনে বড় উদ্যোগ রাজ্যের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বারবার কলেজে ভর্তির ক্ষেত্রে অনলাইন পদ্ধতির দাবি উঠেছিল। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সেই পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। অনেক ক্ষেত্রেই তা হলেও দুর্নীতি বাসা বেধেছে বলে অভিযোগ উঠতে শুরু করেছিল। আর এই পরিস্থিতিতে এবার কলেজে ভর্তির ক্ষেত্রে অনলাইনে প্রক্রিয়াকে হাতিয়ার করে স্বচ্ছতা আনতে চাইছে রাজ্য সরকার। আর সেই কারণেই এবার কলেজের ভর্তির জন্য কেন্দ্রীয় অনলাইন পদ্ধতি চালু হতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, আগামী জুন মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। আর তারপরেই কলেজে ভর্তির তোড়জোড় পড়ে যাবে। তাই ইতিমধ্যেই কিভাবে ভর্তি প্রক্রিয়া হবে, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে শিক্ষা দপ্তর। জানা গিয়েছে, ব্যাপক দুর্নীতির কারণে এবার কেন্দ্রীয় অনলাইন প্রক্রিয়ায় ভর্তি হতে পারে। তবে এই ব্যাপারে খুব দ্রুত বৈঠকে বসতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর। আর সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!