এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কোন পথে কলেজ – ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষা? বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী

কোন পথে কলেজ – ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষা? বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী


করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। শিকেয় উঠেছে পঠন-পাঠন। অনলাইনের মাধ্যমে অনেকেই শিক্ষা গ্রহণ করতে শুরু করেছেন। তবে বিদ্যালয়গুলোর ক্ষেত্রে শিক্ষকরা অনলাইনের মাধ্যমে পড়াশোনা চালালেও, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা নিয়ে কি হবে, সেই বিষয়ে উৎকণ্ঠায় রয়েছেন প্রত্যেক বিশ্ববিদ্যালয় থেকে কলেজের শিক্ষার্থীরা।

আর এমত পরিস্থিতিতে এদিন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যের সাথে একটি বৈঠকে বসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর সেখানেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নিয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেখানে জানানো হয় যে, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা ক্যাম্পাসের সশরীরে না এসে বাইরে থেকেই দেওয়া উচিত।

কিন্তু ক্যাম্পাসে না এসে কিভাবে পড়ুয়ারা তাদের পরীক্ষা দেবেন, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। একাংশের মতে, অনেক শিক্ষার্থীর বাড়িতেই বর্তমানে কম্পিউটার বা ইন্টারনেট সিস্টেম নেই। সেক্ষেত্রে বাড়িতে থেকে তারা কিভাবে পরীক্ষা দেবেন! তবে এর বিকল্প হিসেবে হোম অ্যাসাইনমেন্টের কথা ভাবা হচ্ছে বলে খবর। সেখানে ছাত্র-ছাত্রীদের প্রোজেক্ট বাড়ি থেকে সংগ্রহ করা হবে এবং নির্দিষ্ট সময়ে নিজেদের বিভাগে বা বিশ্ববিদ্যালয়ে এসে তা তাদের জমা দিতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও কলা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং প্রেসিডেন্সি বিভাগের সেমিস্টারের পরীক্ষায় ক্যাম্পাসে এসে মূল্যায়ন এবং আগের সেমিস্টারের ফলের ভিত্তিতে পাস করানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই রাজ্যের অন্যান্য কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সেদিক থেকে এই ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জানা গেছে, এদিন শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা পর্বে তিনজন উপাচার্য জানুয়ারিতে অ্যাকাডেমিক সেশন চালু করার কথা বলেন। অন্যদিকে নভেম্বর থেকেই শিক্ষাবর্ষ চালু হোক বলে নিজের মত উপস্থাপিত করেন আরেক উপাচার্য। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাপারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “শিক্ষাবর্ষ এখনই শুরু করা যাবে না। কবে থেকে শুরু করা যাবে, সেই সিদ্ধান্ত আমরা পরে নেব এবং অন্যান্য রাজ্য কী করছে, তাও দেখা হবে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন অন্য সেমিস্টারের পড়ুয়ারা একধাপ করে এগিয়ে যাবে। পরে তাদেরও পরীক্ষা নেওয়া হবে। সেই মত উপাচার্যরা মোডালিটিজ তৈরি করবেন।”

এদিকে এদিনের বৈঠক প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “যা আলোচনা হয়েছে, তা অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধীকার রয়েছে, যা আলোচনা হয়েছে, তার বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হবে না। তবে মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব যাওয়ার পরেই প্রয়োজনীয় পরামর্শ বিশ্ববিদ্যালয়গুলোকে দেওয়া হবে। পড়ুয়াদের অনেকেই চাকরি পেয়ে গিয়েছেন। তাই 31 জুলাইয়ের মধ্যে পরীক্ষার প্রক্রিয়া শেষ করতেই হবে।”

কিন্তু কলেজ, ইউনিভারসিটির ফাইনাল পরীক্ষা এবার বাড়ি থেকে বসে হবে, নাকি অ্যাসাইনমেন্ট কলেজগুলিতে দিয়ে জমা দিয়ে আসতে হবে পরীক্ষার্থীদের, তা নিয়ে নানা মহলে সংশয় তৈরি হয়েছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিয়ে কি সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!