কালারফুল মদন কি এবার ব্ল্যাক এন্ড হোয়াইট মদন হয়ে গেলেন? ভবানীপুর ভোটের আগে তীব্র অস্বস্তি এই ঘটনায় কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য September 27, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর মাত্র ৩ দিন বাকি, তারপরেই হাইভোল্টেজ নির্বাচন ভবানীপুরে, আজ শেষ প্রচারে একেবারে উঠে পড়ে লেগেছে ঘাসফুল শিবির। ভবানীপুরে মুখ্যমন্ত্রীর জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসীও তৃণমূল। কিন্তু এই পরিস্থিতিতে তৃণমূলের অস্বস্তি বহুগুনে বাড়িয়ে দিল সিবিআই। চিটফান্ড কাণ্ডের তদন্তে এবার তলব করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে, আইকোর চিটফান্ড কাণ্ডের তদন্তে তলব করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। শুধু মদন মিত্রকেই নয়, তাঁর ছেলেকেও তলব করেছে সিবিআই। মদন মিত্রকে আজই সিজিও কম্প্লেক্স উপস্থিত হবার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর ছেলে স্বরূপ মিত্রকে আগামীকাল সিজিও কম্প্লেক্স উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আইকোর চিটফান্ড কাণ্ডের তদন্তে এর আগেও স্বরূপ মিত্রকে তলব করা হয়েছিল। ইডির পক্ষ থেকে তলব করে নানা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আর ইতিমধ্যেই আইকোর চিটফান্ড কাণ্ডের তদন্তে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে পার্থ চট্টোপাধ্যায়কে ও মানস ভূঁইয়াকে। এবার এই তালিকায় যুক্ত হলেন দাপুটে তৃণমূল নেতা মদন মিত্র। তবে, সিবিআইয়ের তলবে তিনি সিজিও কম্প্লেক্স উপস্থিত হবেন কিনা? সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। এ বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি মদন মিত্রকে। তবে, রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন যে, সিবিআইয়ের এই পদক্ষেপ ভোটের মুখে বড়োসড়ো অস্বস্তি বাড়িয়ে দিল রাজ্যের শাসক দল তৃণমূলের। আপনার মতামত জানান -