এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কমিশনের কোপে পড়ে এবার বড়সড় ধাক্কা বিরোধী শিবিরের হেভিওয়েট নেতার? হাসি চওড়া গেরুয়া শিবিরের?

কমিশনের কোপে পড়ে এবার বড়সড় ধাক্কা বিরোধী শিবিরের হেভিওয়েট নেতার? হাসি চওড়া গেরুয়া শিবিরের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের আগে এবার বড়সড় অস্বস্তিতে পড়লেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমলনাথ। যেখানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কংগ্রেসের তারকা প্রচারকের পদ খুইয়েছেন কমলনাথ। যার বিরুদ্ধে এবার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ করে আদালতে গেল কংগ্রেস। আর তার তারকা প্রচারকের পদ বাতিল করে দেওয়া নিয়ে এবার প্রকাশ্যে সরব হতে দেখা গেল কংগ্রেস নেতা কমলনাথকে।

সূত্রের খবর, এদিন নির্বাচন কমিশনকে কটাক্ষ করে কংগ্রেস নেতা কমলনাথ বলেন, “স্টার ক্যাম্পেইনার পদের কি মূল্য আছে! নির্বাচন কমিশন না এই ব্যাপারে আমাকে কোনো নোটিশ পাঠিয়েছেন, না আমাকে কিছু বলেছে। প্রচার পর্ব শেষে মাত্র দু’দিন আগে কেন তারা এই পদক্ষেপ নিল, তা তারাই জানে। তবে আমি কোনো খারাপ মন্তব্য করিনি। দীর্ঘদিন আমি লোকসভার সাংসদ ছিলাম। এজেন্ডার তালিকায় আইটেম নম্বর 1, আইটেম নম্বর 2 লেখা থাকত। এটাই আমার মাথায় ছিল। আমি কাউকে অসম্মান করিনি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রদেশের এই উপনির্বাচন এবার সেখানে বিজেপির ভাগ্য নির্ধারণ করবে। কেননা বিজেপিকে যদি এখানকার সরকার গঠন করতে হয়, তাহলে 9 টি আসনে জয়লাভ করতে হবে। আর কংগ্রেসকে যদি মধ্যপ্রদেশের ক্ষমতায় ফিরতে হয়, তাহলে 28 টি কেন্দ্রে জয়লাভ করতে হবে। সেদিক থেকে কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাছে এবারের নির্বাচন অত্যন্ত অগ্নিপরীক্ষার সমান হতে চলেছে বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

স্বাভাবিকভাবেই এমনিতেই জমজমাট হয়ে উঠেছে এই মধ্যপ্রদেশের বিধানসভা উপনির্বাচন। আর এমত পরিস্থিতিতে সেখানকার কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় তার তারকা প্রচারকের পদ বাতিল করে দেওয়া হল কমিশনের পক্ষ থেকে।

একাংশ বলছেন, কমলনাথের ওপর এই চাপ সৃষ্টি করে বিজেপি কিছুটা হলেও উজ্জীবিত হয়েছে। কেননা বিরোধী শিবিরের হেভিওয়েট নেতাকে এভাবে চাপে রেখে কংগ্রেসের প্রচারে অনেকটাই ভাটা পড়ে গেল। যার ফলে বিজেপি নিজেদের শক্তি বাড়াতে অনেকটাই সক্ষম হবে বলে দাবি একাংশের। যদিও বা কংগ্রেস এই ব্যাপারটিকে গুরুত্ব দিতে নারাজ। তবে কমলনাথকে এভাবে চাপে রাখার কারণে আগামীদিনে তাদের ভোটব্যাংকে কোনো প্রভাব পড়ে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!