এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কমিশনের কড়া নজরদারি, ‘ফাইন’ খেলে 10 আসনে জয়ী অনুব্রত!

কমিশনের কড়া নজরদারি, ‘ফাইন’ খেলে 10 আসনে জয়ী অনুব্রত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বীরভূম জেলায় যে কোনো নির্বাচনই ক্ষেত্রেই ওতপ্রোতভাবে সামনে চলে আসুন অনুব্রত মণ্ডল। এবারেও বিধানসভা নির্বাচনে তিনি খবরের শিরোনামে ছিলেন। প্রতিবারের মত এবারেও তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল বিরোধীদের গলায়। কমিশনের পক্ষ থেকে নজরদারি করা হয়েছিল সেই অনুব্রত মণ্ডলকে। কিন্তু তারপরেও বীরভূম জেলা তৃণমূল সভাপতি জানিয়ে দিয়েছিলেন, খেলা হবে এবং সেই খেলায় তিনি জয়লাভ করবেন। তবে বীরভূম জেলা নিয়ে আশা কম ছিল না বিরোধীদের।

বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এবার এখানে তৃণমূলের পরাজয় নিশ্চিত। আর এসবের মাঝেই নির্বাচনী ফলাফল সামনে আসার পর যেমন গোটা রাজ্যের মুখ থুবড়ে পড়া নিয়ে হতাশ বিজেপি, ঠিক তেমনই অনুব্রত মণ্ডলের “ফাইন” খেলার কাছে কার্যত পিছু হটতে হল গেরুয়া শিবিরকে।

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে, বীরভূমের 11 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 10 টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র দুবরাজপুর আসনটি দখল করেছে ভারতীয় জনতা পার্টি। বলা বাহুল্য, 2009 সালের লোকসভা নির্বাচনে এই জেলার 5 টি আসনে এগিয়েছিল ভারতীয় জনতা পার্টি এবং 6 টি আসনে গিয়েছিল তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিক থেকে অনুব্রত মণ্ডল লোকসভায় এগিয়ে থাকা বিধানসভা কেন্দ্রগুলো এবার নিজের দখলে আনতে পারেন কিনা, তার দিকে নজর ছিল সকলেরই। তবে পিছিয়ে থাকা আসনগুলো নিজের দখলে 10 টি আসনে জয়লাভ করে কার্যত তিনি যে কঠিন খেলা খেলে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে, তা বুঝিয়ে দিলেন অনুব্রত মণ্ডল।

বিশ্লেষকরা বলছেন, অনুব্রত মণ্ডলের ওপর প্রতিমুহূর্তে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে ভোটের আগে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলার প্রতি নির্বাচনেই মমতা বন্দোপাধ্যায়ের হাতে বেশিরভাগ আসন তুলে দিয়েছেন তিনি। তবে এবার কি হবে, তার দিকে নজর ছিল সকলের। অবশেষে কমিশনের নজরদারি এবং বিরোধীদের কটাক্ষকে কার্যত হারিয়ে দিয়ে বীরভূম জেলার 10 টি আসন তৃণমূলের দখলে এনে খেলায় উত্তীর্ণ হলেন অনুব্রত মণ্ডল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!