এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কমিশনের নির্দেশে কর্মসূচিতে “না” বলেও মুর্শিদাবাদে মমতা, উঠছে প্রশ্ন!

কমিশনের নির্দেশে কর্মসূচিতে “না” বলেও মুর্শিদাবাদে মমতা, উঠছে প্রশ্ন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস যখন ভয়াবহ আকার ধারণ করেছে, তখন হাইকোর্টের পক্ষ থেকে প্রচার প্রক্রিয়ায় কেন রাশ টানা হচ্ছে না, তা নিয়ে নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করা হয়েছিল। আর তারপরই কোনো কর্মসূচিতে তিনি সশরীরে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সপ্তম এবং অষ্টম দফায় যে সমস্ত জেলায় নির্বাচন রয়েছে, সেখানে ভার্চুয়ালি প্রচার করার কথা জানিয়ে দিয়েছিলেন তিনি।

সেই মত আসানসোলে তৃণমূল প্রার্থীর হয়ে শুক্রবার ভার্চুয়ালি সিস্টেমের মধ্যে দিয়ে প্রচার করতে দেখা যায় তৃণমূল নেত্রীকে। কিন্তু কথা দিয়েও কথা রাখতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি প্রচার করবেন বলেও ভোটের আগে হঠাৎ করে ঝটিকা সফরে মুর্শিদাবাদে এসে উপস্থিত হলেন তৃণমূল নেত্রী। স্বাভাবিক ভাবেই তার এই সফরকে কেন্দ্র করে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, শুক্রবার দুপুরে বহরমপুর স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নামতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। জানা গেছে, রাতে তিনি বহরমপুরে থাকবেন। তারপর শনিবার সেখান থেকে বীরভূম যাবেন তৃণমূল নেত্রী। পরবর্তীতে আবার রবিবার ফিরে এসে বহরমপুরের রবীন্দ্রসদনে দলের নেতা-কর্মী এবং প্রার্থী মিলিয়ে 500 জনের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়‌। তবে এই বৈঠক করোনা বিধি মেনেই করা হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান‌।

স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করে দিয়েছেন এবং ভার্চুয়াল সিস্টেমকে মাতিয়ার করে প্রচার করবেন বলে জানিয়ে দিয়েছিলেন, সেখানে তারপরেও কেন তিনি হঠাৎ করে মুর্শিদাবাদে গেলেন, এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। একাংশ বলছেন, মুর্শিদাবাদে প্রচুর সংখ্যালঘু ভোট রয়েছে। পাশাপাশি এখানে কংগ্রেসের আধিক্য রয়েছে।

সেদিক থেকে বিজেপির সঙ্গে লড়াইয়ের মাঝে ভোট কাটাকুটিতে যাতে মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ গেরুয়া শিবির বা অন্যান্য বিরোধী দলের দিকে চলে না যায়, তার জন্য শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে নামতে হল। এক্ষেত্রে করোনা পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের নির্দেশকে মান্যতা দিয়েই তিনি ছোট করে কর্মী বৈঠক করবেন বলে খবর।

একাংশ বলতে শুরু করেছেন, করোনা পরিস্থিতিতে যখন নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহরা বাংলায় সভা করছেন, তখন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের কড়া নির্দেশের পর সমস্ত রকম রাজনৈতিক কর্মসূচি বাতিল করে দিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন, তিনি কমিশনের নির্দেশ মানছেন। কিন্তু বিজেপি নেতৃত্ব তা মানছে না বলে অভিযোগ করতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস।

আর এই পরিস্থিতিতে সশরীরে অনুপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেলেও, পরবর্তীতে মুর্শিদাবাদ জেলায় উপস্থিত হতে দেখা গেল তাকে। যেখানে করোনা পরিস্থিতির মধ্যে প্রথমে সমস্ত রকম রাজনৈতিক কর্মসূচি থেকে বাতিল করে দেওয়ার কথা তৃণমূল নেত্রী বললেও, পরবর্তীতে কি এমন হল, যার কারণে তাকে জেলা সফর করতে হল, এখন তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন।

অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, এবারে তার পক্ষে জয়লাভ করা সম্ভব নয়। তাই সুকৌশলে মুর্শিদাবাদ জেলায় আসতে হল তাকে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঝটিকা সফরকে কেন্দ্র করে এখন রীতিমত গুঞ্জন বাড়তে শুরু করেছে মুর্শিদাবাদ জেলা এবং রাজ্য জুড়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!