এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কমিশনের কোপের মুখে সায়ন্তন বসু, ভোটার আগে নয়া চাপে বিজেপি

এবার কমিশনের কোপের মুখে সায়ন্তন বসু, ভোটার আগে নয়া চাপে বিজেপি


এতদিন রাজ্যের শাসকদলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে দেখা গেছে বিরোধী দলগুলোকে। কিন্তু এবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়া বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে শোকজ করল নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন সায়ন্তন বসু। আর গত মঙ্গলবার প্রচারে নেমে বসিরহাট ভ্যাবলা হাইস্কুলের মাঠে এক জনসভা থেকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সায়ন্তন বসু বলেন, “পুলিশ- প্রশাসন তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে। কেন্দ্রীয় বাহিনীকে বলছি, নির্বাচনের দিন যদি কেউ বুথ দখল করতে আসে, তার বুক লক্ষ্য করে যেন গুলি চলে।” আর বিজেপি নেতা সায়ন্তন বসু এহেন মন্তব্যকে ঘিরেই রাজ্য রাজনীতিতে ছড়িয়ে পড়ে তুমুল বিতর্ক।

তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশের পক্ষ থেকে এফআইআর করা হলে এবার সেই বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর মন্তব্য নিয়ে জেলা পুলিশের কাছে একটি রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। আর এদিন সেই রিপোর্টের ভিত্তিতেই সায়ন্তন বাবুকে শোকজ করা হল। সব মিলিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে নির্বাচন কমিশনের কোপে পড়লেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!