এখন পড়ছেন
হোম > রাজ্য > মনোনয়ন জমা সরাসরি কমিশনের অফিসে, শুরু আইনি লড়াই, ভাগ্য ঝুলে প্রার্থীদের

মনোনয়ন জমা সরাসরি কমিশনের অফিসে, শুরু আইনি লড়াই, ভাগ্য ঝুলে প্রার্থীদের


মনোনয়ন জমা সরাসরি কমিশনের অফিসে, শুরু আইনি লড়াই, ভাগ্য ঝুলে প্রার্থীদের। এই প্রথম ১৪৩ জনের পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা নিলো রাজ্য কমিশন দফতর। সম্প্রতি সুপ্রম কোর্ট নির্দেশ দিয়েছে ভোটে সকলের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারার সুবিধা রাজ্য কমিশনকেই দেখতে হবে। আর তাই এই নির্দেশকেই অস্ত্র বানিয়ে কমিশনে মনোনয়ন জমা দিতে ভিড় করলেন প্রার্থীরা। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি ববি শরাফ জানিয়ে দেন ভাঙ্গরে জমি আন্দোলনের সাথে যুক্ত সুলতান হুসেন মোল্লা, আজিজুল মোল্লা এবং ছেলেয়ারা বিবির মনোনয়ন কমিশনকেই জমা নিতে হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর এর পরেই ভাঙড়ের জমি রক্ষা কমিটির তরফে ৯ জন এবং দক্ষিণ ২৪ পরগনার ১৩৪ জন সিপিএম প্রার্থী কমিশনে মনোনয়নপত্র জমা দিতে তৎপর হন বলে জানা গেছে। এখানেও শেষ নয় এরপরেও রাজ্য নির্বাচন কমিশনার এ কে সিংহ সুজন চক্রবর্তী ও শমীক লাহিড়ী প্রমুখদের চেইপ পরে সংশ্লিষ্ট মহকুমা শাসকদের এই ১৩৪ জনের মনোনয়নপত্র বেলা ৩ টের পর পৌঁছলেও জমা নেওয়ার নির্দেশ দেন। এদিন মুকুল রায়ের নেতৃত্বে একটি বিজেপি দোল কমিশনে উপস্থিত থাকলেও তারা কেউই মনোনয়নপত্র জমা জমা দেন নি বলে জানা গেছে। এদিন সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ ফের কমিশনারের সাথে দেখা করেন। তাঁর কথায়, ”কমিশন মনোনয়ন জমা নেওয়ার জায়গা নয়। লোক দেখানোর জন্য কিছু করে লাভ নেই!” এদিন রাতে রবিন দেবের নেতৃত্বে একটি বামদল কমিশনারের সাথে দেখা দেখা করতে গেলে সাক্ষাৎ মেলেনি কমিশনারের। এরপরই রবিন দেব বাবু অভিযোগ সহকারে জানান মনোনয়ন স্বীকৃতি না পেলে জারি হওয়া নির্দেশিকাকে হাতিয়ার বানিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। তবে এত কিছুর পরেও এতগুলি মনোনয়ন স্বীকৃতি পেলো কিনা সে বিষয়ে জল্পনা এখন চরমে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!