এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > কমিশনের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ বিজেপি হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে, বিতর্ক তুঙ্গে রাজনৈতিক মহলে

কমিশনের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ বিজেপি হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে, বিতর্ক তুঙ্গে রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকালই হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বলা হয়েছিল আগামী আটচল্লিশ ঘন্টা রাহুল কোও প্রচারপর্বে অংশগ্রহণ করতে পারবেননা। শীতলকুচি কাণ্ড নিয়ে উত্তেজক মন্তব্য করার জন্য রাহুল সিনহা নির্বাচন কমিশনের কোপে পড়েন। 

তবে শুধু রাহুল সিনহাই নন, একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বকে নির্বাচন কমিশন শোকজ করেছে ইদানিংকালে। এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গত 24 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেন নির্বাচন কমিশন। অন্যদিকে রাহুল সিনহার প্রতি অভিযোগ উঠেছে, তিনি নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জনসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

আর তাই নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক। গতকাল থেকেই এই অভিযোগ সামনে এসেছে। গতকাল একটি প্রচার সভায় দেখা গিয়েছিল রাহুল সিনহাকে। কিন্তু রাহুল সিনহা দাবি করেছিলেন, তিনি সভায় কোন বক্তব্য রাখতে আসেননি। শুধুমাত্র শ্রোতা হিসেবে এসেছেন। বুধবার সকালে প্রচার না করেও প্রচারমাধ্যমের সামনেই ছিলেন তিনি। 

জানা গেছে, বুধবার সকালে রাহুল সিনহা হাবড়ার বাজারে এসে দোকানে দোকানে ঘুরলেন এবং সাথে ছিলেন বিজেপির স্থানীয় কর্মী-সমর্থকরা। যদিও তিনি কোনরকম নির্বাচনী প্রচার করেননি কিন্তু এইভাবে বাজারে জনসমক্ষে আসা, ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আলাপচারিতা সারা নিয়ে প্রশ্ন তুলেছেন হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জ্যোতিপ্রিয়বাবু বুধবার জানিয়েছেন, রাহুল সিনহা নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছেন। অবশ্য জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগকে পুরোপুরি অস্বীকার করে রাহুল সিনহা পাল্টা জবাব দিয়েছেন। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা মেনে তিনি কোনো প্রচার চালাচ্ছেন না। তবে রাহুল সিনহাকে এদিন স্থানীয় কৃষকদের আমন্ত্রণে এক কৃষকের জমিতে গিয়ে হাল চালাতেও দেখা যায়। খুব স্বাভাবিকভাবেই এগুলি জনসংযোগের নামান্তর বলে ব্যাখ্যা করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

সূত্রের খবর, হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক রাহুল সিনহার বিরুদ্ধে হাবড়া-১-এর বিডিও তথা ব্লক নির্বাচনী আধিকারিকের দফতরে এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন। যদিও রাহুল সিনহা নিজের বক্তব্যে অনড়। তিনি ক্রমাগত বলে চলেছেন, তিনি কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করেননি, কোন প্রচার চালাননি। আপাতত হাবড়া এলাকায় রাহুল সিনহার কর্মকাণ্ড নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এক্ষেত্রে নির্বাচন কমিশন এবার রাহুল সিনহার বিরুদ্ধে আদৌ কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন নাকি রাহুল সিনহার দাবি মেনে নিয়ে তাঁকে ছাড়পত্র দেন সেটাই এখন দেখার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!