এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কমিশনের শোকজ এবার বিজেপির হেভিওয়েটকে, ব্যাপক অস্বস্তি গেরুয়া শিবিরে

কমিশনের শোকজ এবার বিজেপির হেভিওয়েটকে, ব্যাপক অস্বস্তি গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের আবহে নন্দীগ্রামকে নিয়ে ব্যাপক উত্তেজনা ছিল কিংবা বলা যায় এখনও আছে। যতদিন না ভোটের ফলাফল বেরোয় নন্দীগ্রামের ওপর থেকে যে নজর সরবে না তা বলাইবাহুল্য। নন্দীগ্রাম থেকে এবার তৃণমূলের প্রার্থী হয়েছিলেন প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বিজেপির প্রার্থী হিসেবে প্রথমবার লড়াইয়ের ময়দানে দাঁড়িয়েছেন একদা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। গত ডিসেম্বরে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। আর তারপর থেকেই শুভেন্দু অধিকারী চাঁচাছোলা মন্তব্য শুরু করেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর আক্রমণের নিশানা বরাবর থেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে অভিহিত করেছেন। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জ্জীর মুসলমান প্রীতিকে কটাক্ষ করতেই বেগম শব্দের ব্যবহার করতেন। এই নিয়ে প্রথম থেকেই তৃণমূলের নেতারা আপত্তি জানিয়েছিলেন।

এমনকি তাঁরা নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু এতদিন পর্যন্ত নির্বাচন কমিশন কোনরকম পদক্ষেপ গ্রহণ করেনি এই নালিশ নিয়ে। ভোট মিটে যাওয়ার এক সপ্তাহ পর নির্বাচন কমিশন এবার নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে নোটিশ জারি করল। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই শোকজ করে জবাবদিহি চাওয়া হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। জানা গেছে, গত 29 শে মার্চ নন্দীগ্রামে ভোটের প্রচারের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযকে মমতা বেগম বলে উল্লেখ করেছিলেন তিনি সর্বসমক্ষে। তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অসম্মানজনক বলে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু সেই অভিযোগ এক সপ্তাহ পর খতিয়ে দেখে নির্বাচনী বিধিভঙ্গ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। আর এবার শুভেন্দুকে সেই প্রসঙ্গে নোটিশ পাঠানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কিংবা গেরুয়া শিবিরের অন্যান্য নেতা-নেত্রীরা কেউ কোনো প্রতিক্রিয়া দেয়নি।

তবে বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ যে অভিযোগ করা হচ্ছিল নির্বাচন কমিশন শুধুমাত্র গেরুয়া শিবিরের কথা অনুযায়ী যাবতীয় পদক্ষেপ গ্রহণ করছে, তা কিন্তু শুভেন্দুকে পাঠানো শোকজের মধ্যে দিয়ে ভুল প্রমাণিত হলো। তবে শুভেন্দুকে পাঠানো নিয়ে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও নির্বাচন কমিশনের শোকজ নোটিশ জারি করেছে। সেই শোকজের জবাব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে 48 ঘণ্টা যা সম্পূর্ণ হবে আগামীকাল। আপাতত নির্বাচন কমিশন যে শোকজ পাঠিয়েছেন দুই হেভিওয়েটকে, তাই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করেন এখন সেটাই দেখার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!