রাজ্যের ৪২ আসনে তৃণমূল-বিজেপি-বাম-কংগ্রেস – চার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা উত্তরবঙ্গ কলকাতা নদীয়া-২৪ পরগনা পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া বর্ধমান বিশেষ খবর ভোটের সমীক্ষা মালদা-মুর্শিদাবাদ-বীরভূম মেদিনীপুর রাজ্য হাওড়া-হুগলি April 7, 2019 প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই বাংলার ৪২ আসনের জন্য নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বামফ্রন্টও কংগ্রেসের সঙ্গে জোট ভেস্তে যাওয়ার পর ধীরে ধীরে মালদা দক্ষিণ কেন্দ্র বাদে রাজ্যের বাকি ৪১ আসনে নিজেদের প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে – ওই কেন্দ্রে বামেদের সমর্থন কংগ্রেসকে। জোট ভেস্তে গেলেও কংগ্রেসও পাল্টা সৌজন্য দেখিয়ে যাদবপুর ও বাঁকুড়াতে বামফ্রন্টকে সমর্থন জানিয়ে বাকি ৪০ কেন্দ্রের জন্য নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আর মোট পাঁচদফায় রাজ্যের ৪২ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি – আজই ঘোষিত হল শেষ কেন্দ্রের প্রার্থীর নাম। এই পরিস্থিতিতে আসুন দেখে নেওয়া যাক রাজ্যের ৪২ আসনে রাজ্যের প্রধান চার রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ১. কুচবিহার (ভোটগ্রহণ ১১ ই এপ্রিল) – পরেশচন্দ্র অধিকারী (তৃণমূল কংগ্রেস) নিশীথ প্রামানিক (বিজেপি) গোবিন্দ রায় (ফরোয়ার্ড ব্লক) পিয়া রায়চৌধুরী (কংগ্রেস) ২. আলিপুরদুয়ার (ভোটগ্রহণ ১১ ই এপ্রিল) – দশরথ তিরকে (তৃণমূল কংগ্রেস) জন বারলা (বিজেপি) মিলি ওঁরাও (আরএসপি) মোহনলাল বসুমাতা (কংগ্রেস) ৩. জলপাইগুড়ি (ভোটগ্রহণ ১৮ ই এপ্রিল) – বিজয়চন্দ্র বর্মন (তৃণমূল কংগ্রেস) জয়ন্ত রায় (বিজেপি) ভগীরথ রায় (সিপিআইএম) মনিকুমার ডারনাল (কংগ্রেস) ৪. দার্জিলিং (ভোটগ্রহণ ১৮ ই এপ্রিল) – অমর সিংহ রাই (তৃণমূল কংগ্রেস) রাজু সিং বিস্ত (বিজেপি) সমন পাঠক (সিপিআইএম) শঙ্কর মালাকার (কংগ্রেস) ৫. রায়গঞ্জ (ভোটগ্রহণ ১৮ ই এপ্রিল) – কানাইয়ালাল আগরওয়াল (তৃণমূল কংগ্রেস) দেবশ্রী চৌধুরী (বিজেপি) মহম্মদ সেলিম (সিপিআইএম) দীপা দাশমুন্সি (কংগ্রেস) ৬. বালুরঘাট (ভোটগ্রহণ ২৩ শে এপ্রিল) – অর্পিতা ঘোষ (তৃণমূল কংগ্রেস) সুকান্ত মজুমদার (বিজেপি) রণেন বর্মণ (আরএসপি) সাদিক সরকার (কংগ্রেস) ৭. মালদা উত্তর (ভোটগ্রহণ ২৩ শে এপ্রিল) – মৌসম নূর (তৃণমূল কংগ্রেস) খগেন মুর্মু (বিজেপি) বিশ্বনাথ ঘোষ (সিপিআইএম) ঈশা খান চৌধুরী (কংগ্রেস) ৮. মালদা দক্ষিণ (ভোটগ্রহণ ২৩ শে এপ্রিল) – মোয়াজ্জেম হোসেন (তৃণমূল কংগ্রেস) শ্রীরূপা মিত্র চৌধুরী (বিজেপি) আবু হাসেম খান চৌধুরী (কংগ্রেস) ৯. জঙ্গিপুর (ভোটগ্রহণ ২৩ শে এপ্রিল) – খলিলুর রহমান (তৃণমূল কংগ্রেস) মাফুজা খাতুন (বিজেপি) জুলফিকার আলি (সিপিআইএম) অভিজিৎ মুখোপাধ্যায় (কংগ্রেস) ১০. বহরমপুর (ভোটগ্রহণ ২৯ শে এপ্রিল) – অপূর্ব সরকার (তৃণমূল কংগ্রেস) কৃষ্ণ জোয়ারদার আর্য (বিজেপি) ঈদ মহম্মদ (আরএসপি) অধীররঞ্জন চৌধুরী (কংগ্রেস) ১১. মুর্শিদাবাদ (ভোটগ্রহণ ২৩ শে এপ্রিল) – আবু তাহের (তৃণমূল কংগ্রেস) হুমায়ুন কবীর (বিজেপি) বদরুদ্দোজ্জা খান (সিপিআইএম) আবু হেনা (কংগ্রেস) ১২. কৃষ্ণনগর (ভোটগ্রহণ ২৯ শে এপ্রিল) – মহুয়া মৈত্র (তৃণমূল কংগ্রেস) কল্যাণ চৌবে (বিজেপি) শান্তনু ঝা (সিপিআইএম) ইনতাজ আলি শাহ (কংগ্রেস) ১৩. রানাঘাট (ভোটগ্রহণ ২৯ শে এপ্রিল) – রূপালী বিশ্বাস (তৃণমূল কংগ্রেস) মুকুটমণি অধিকারী (বিজেপি) রমা বিশ্বাস (সিপিআইএম) মিনতি বিশ্বাস (কংগ্রেস) ১৪. বনগাঁ (ভোটগ্রহণ ৬ ই মে) – মমতাবালা ঠাকুর (তৃণমূল কংগ্রেস) শান্তনু ঠাকুর (বিজেপি) অলোকেশ দাস (সিপিআইএম) সৌরভ প্রসাদ (কংগ্রেস) ১৫. ব্যারাকপুর (ভোটগ্রহণ ৬ ই মে) – দীনেশ ত্রিবেদী (তৃণমূল কংগ্রেস) অর্জুন সিং (বিজেপি) গার্গী চট্টোপাধ্যায় (সিপিআইএম) মহম্মদ আলম (কংগ্রেস) ১৬. দমদম (ভোটগ্রহণ ১৯ শে মে) – সৌগত রায় (তৃণমূল কংগ্রেস) শমীক ভট্টাচার্য (বিজেপি) নেপালদেব ভট্টাচার্য (সিপিআইএম) সৌরভ সাহা (কংগ্রেস) ১৭. বারাসত (ভোটগ্রহণ ১৯ শে মে) – কাকলি ঘোষ দস্তিদার (তৃণমূল কংগ্রেস) মৃণালকান্তি দেবনাথ (বিজেপি) হরিপদ বিশ্বাস (ফরোয়ার্ড ব্লক) সুব্রতা দত্ত (কংগ্রেস) ১৮. বসিরহাট (ভোটগ্রহণ ১৯ শে মে) – নুসরত জাহান (তৃণমূল কংগ্রেস) সায়ন্তন বসু (বিজেপি) পল্লব সেনগুপ্ত (সিপিআই) কাজি আবদুর রহিম (কংগ্রেস) ১৯. জয়নগর (ভোটগ্রহণ ১৯ শে মে) – প্রতিমা মন্ডল (তৃণমূল কংগ্রেস) অশোক কান্ডারি (বিজেপি) সুভাষ নস্কর (আরএসপি) তপন মণ্ডল (কংগ্রেস) ২০. মথুরাপুর (ভোটগ্রহণ ১৯ শে মে) – চৌধুরী মোহন জাটুয়া (তৃণমূল কংগ্রেস) শ্যামাপ্রসাদ হালদার (বিজেপি) শরত্ হালদার (সিপিআইএম) কৃত্তিবাস সর্দার (কংগ্রেস) ২১. ডায়মন্ড হারবার (ভোটগ্রহণ ১৯ শে মে) – অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস) নীলাঞ্জন রায় (বিজেপি) ফুয়াদ হালিম (সিপিআইএম) সৌম্য আইচ রায় (কংগ্রেস) ২২. যাদবপুর (ভোটগ্রহণ ১৯ শে মে) – মিমি চক্রবর্তী (তৃণমূল কংগ্রেস) অনুপম হাজরা (বিজেপি) বিকাশরঞ্জন ভট্টাচার্য (সিপিআইএম) ২৩. কলকাতা দক্ষিণ (ভোটগ্রহণ ১৯ শে মে) – মালা রায় (তৃণমূল কংগ্রেস) চন্দ্রকুমার বসু (বিজেপি) নন্দিনী মুখোপাধ্যায় (সিপিআইএম) মিতা চক্রবর্তী (কংগ্রেস) ২৪. কলকাতা উত্তর (ভোটগ্রহণ ১৯ শে মে) – সুদীপ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস) রাহুল সিনহা (বিজেপি) কণীনিকা ঘোষ (সিপিআইএম) সৈয়দ শাহিদ ইমাম (কংগ্রেস) ২৫. হাওড়া (ভোটগ্রহণ ৬ ই মে) – প্রসূন বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস) রন্তিদেব সেনগুপ্ত (বিজেপি) সুমিত্র অধিকারী (সিপিআইএম) শুভ্রা ঘোষ (কংগ্রেস) ২৬. উলুবেড়িয়া (ভোটগ্রহণ ৬ ই মে) – সাজদা আহমেদ (তৃণমূল কংগ্রেস) জয় বন্দ্যোপাধ্যায় (বিজেপি) মাকসুদা খাতুন (সিপিআইএম) সোমা রানিশ্রী রায় (কংগ্রেস) ২৭. শ্রীরামপুর (ভোটগ্রহণ ৬ ই মে) – কল্যাণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস) দেবজিৎ সরকার (বিজেপি) তীর্থঙ্কর রায় (সিপিআইএম) দেবব্রত বিশ্বাস (কংগ্রেস) ২৮. হুগলি (ভোটগ্রহণ ৬ ই মে) – রত্না দে নাগ (তৃণমূল কংগ্রেস) লকেট চট্টোপাধ্যায় (বিজেপি) প্রদীপ সাহা (সিপিআইএম) প্রতুল সাহা (কংগ্রেস) ২৯. আরামবাগ (ভোটগ্রহণ ৬ ই মে) – অপরূপা পোদ্দার (তৃণমূল কংগ্রেস) তপন রায় (বিজেপি) শক্তিমোহন মালিক (সিপিআইএম) জ্যোতি দাস (কংগ্রেস) ৩০. তমলুক (ভোটগ্রহণ ১২ ই মে) – দিব্যেন্দু অধিকারী (তৃণমূল কংগ্রেস) সিদ্ধার্থ নস্কর (বিজেপি) শেখ ইব্রাহিম (সিপিআইএম) লক্ষ্মণ শেঠ (কংগ্রেস) ৩১. কাঁথি (ভোটগ্রহণ ১২ ই মে) – শিশির অধিকারী (তৃণমূল কংগ্রেস) দেবাশিস সামন্ত (বিজেপি) পরিতোষ পট্টনায়েক (সিপিআইএম) দীপক কুমার দাস (কংগ্রেস) ৩২. ঘাটাল (ভোটগ্রহণ ১২ ই মে) – দীপক অধিকারী (তৃণমূল কংগ্রেস) ভারতী ঘোষ (বিজেপি) তপন গাঙ্গুলি (সিপিআই) খন্দকার মহম্মদ সইফুল্লা (কংগ্রেস) ৩৩. ঝাড়গ্রাম (ভোটগ্রহণ ১২ ই মে) – বিরবাহা সোরেন (তৃণমূল কংগ্রেস) কুন্নুর হেমব্রম (বিজেপি) দেবলীনা হেমব্রম (সিপিআইএম) যজ্ঞেশ্বর হেমব্রম (কংগ্রেস) ৩৪. মেদিনীপুর (ভোটগ্রহণ ১২ ই মে) – মানস ভূঁইয়া (তৃণমূল কংগ্রেস) দিলীপ ঘোষ (বিজেপি) বিপ্লব ভট্ট (সিপিআই) শম্ভুনাথ চট্টোপাধ্যায় (কংগ্রেস) ৩৫. পুরুলিয়া (ভোটগ্রহণ ১২ ই মে) – মৃগাঙ্ক মাহাতো (তৃণমূল কংগ্রেস) জ্যোতির্ময় সিং মাহাতো (বিজেপি) বীর সিং মাহাতো (ফরোয়ার্ড ব্লক) নেপাল মাহাতো (কংগ্রেস) ৩৬. বাঁকুড়া (ভোটগ্রহণ ১২ ই মে) – সুব্রত মুখোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস) সুভাষ সরকার (বিজেপি) অমিয় পাত্র (সিপিআইএম) ৩৭. বিষ্ণুপুর (ভোটগ্রহণ ১২ ই মে) – শ্যামল সাঁতরা (তৃণমূল কংগ্রেস) সৌমিত্র খাঁ (বিজেপি) সুনীল খাঁ (সিপিআইএম) নারায়ণ চন্দ্র খাঁ (কংগ্রেস) ৩৮. বর্ধমান পূর্ব (ভোটগ্রহণ ২৯ শে এপ্রিল) – সুনীল মন্ডল (তৃণমূল কংগ্রেস) পরেশচন্দ্র দাস (বিজেপি) ঈশ্বরচন্দ্র দাস (সিপিআইএম) সিদ্ধার্থ মজুমদার (কংগ্রেস) ৩৯. বর্ধমান দুর্গাপুর (ভোটগ্রহণ ২৯ শে এপ্রিল) – মমতাজ সংঘমিত্রা (তৃণমূল কংগ্রেস) সুরিন্দর সিংহ আহলুওয়ালিয়া (বিজেপি) আভাস রায়চৌধুরী (সিপিআইএম) রণজিত মুখোপাধ্যায় (কংগ্রেস) ৪০. আসানসোল (ভোটগ্রহণ ২৯ শে এপ্রিল) – মুনমুন সেন (তৃণমূল কংগ্রেস) বাবুল সুপ্রিয় (বিজেপি) গৌরাঙ্গ চট্টোপাধ্যায় (সিপিআইএম) বিশ্বরূপ মণ্ডল (কংগ্রেস) ৪১. বোলপুর (ভোটগ্রহণ ২৯ শে এপ্রিল) – অসিত মাল (তৃণমূল কংগ্রেস) রামপ্রসাদ দাস (বিজেপি) রামচন্দ্র ডোম (সিপিআইএম) অভিজিৎ সাহা (কংগ্রেস) ৪২. বীরভূম (ভোটগ্রহণ ২৯ শে এপ্রিল) – শতাব্দী রায় (তৃণমূল কংগ্রেস) দুধকুমার মন্ডল (বিজেপি) রেজাউল করিম (সিপিআইএম) ইমাম হোসেন (কংগ্রেস) আপনার মতামত জানান -