এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > কর্মীসভার মঞ্চ থেকেই “কনফিডেন্ট” অনুব্রত জানিয়ে দিলেন ঠিক কত আসন পেয়ে তৃণমূল ক্ষমতায় আসছে!

কর্মীসভার মঞ্চ থেকেই “কনফিডেন্ট” অনুব্রত জানিয়ে দিলেন ঠিক কত আসন পেয়ে তৃণমূল ক্ষমতায় আসছে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট: সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। বিরোধী দল হিসেবে বিজেপি নিত্য নতুন ইস্যু নিয়ে বর্তমানে ময়দানে নামতে শুরু করেছে। সেদিক থেকে 2011 বা 2016 সালের মত সুবিধাজনক জায়গায় নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই এমতাবস্থায় বিজেপিকে চাপে রাখতে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা নানা রণকৌশল তৈরি করা হচ্ছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এবার তৃণমূল কংগ্রেসের কাছে লড়াইটা অনেকটাই কঠিন। কিন্তু এই লড়াইকে অত্যন্ত সহজ ভাবে নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কত আসন পাবে, তা স্পষ্ট করে দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

সূত্রের খবর, রবিবার আউসগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে আউসগ্রাম 1 ব্লকের তিনটি অঞ্চলকে নিয়ে একটি বুথভিত্তিক কর্মীসভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর সেখানেই সংগঠনের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি কেউ যাতে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না হন, তার ব্যাপারে সকলকে কড়া বার্তা দেন অনুব্রতবাবু। জানা গেছে, এদিনের কর্মীসভা থেকে সরকারি আবাস যোজনা অনুদান আটকে রয়েছে বলে এক কর্মী অনুব্রত মণ্ডলের কাছে অভিযোগ করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তখনই অনুব্রতা বাবু বলেন, “এই রকম সমস্যা হলে তোমরা আমাকে সরাসরি ফোন করবে। আমি দেখে নেব।” অর্থাৎ নিচুতলার নেতাদের ওপর তিনি যে আর বেশি ভরসা করছেন না, তা তার এই মন্তব্যেই পরিষ্কার হয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে অনুব্রতবাবুর এদিনের কর্মী সম্মেলনের সবথেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কত আসন পাবে! এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, “220 থেকে 230 টা আসনে তৃণমূল রাজ্য জয়লাভ করবে। বিরোধীদের ক্ষমতায় আসা স্বপ্নই থেকে যাবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এবারের লড়াইটা যে অত সহজ নয়, তা ভাল করেই জানেন অনুব্রত মণ্ডল। তাই এখন থেকেই বুথভিত্তিক কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে সংগঠনকে শক্তিশালী করার কথা কর্মীদের বলছেন তিনি। আর এমতাবস্থায় এবার তৃণমূল কংগ্রেস ঠিক কত আসন পেতে পারে তা বলে দিয়ে বিরোধীদের কিছুটা চাপে ফেলার কৌশল নিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি বলে মনে করছেন একাংশ। অনেকে আবার বলছেন, দলীয় কর্মীদের উজ্জীবিত করতেই অনুব্রত মণ্ডল এই ধরনের কথা বলেছেন। কিন্তু সত্যি সত্যিই তৃণমূল এত আসন পেয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসে, নাকি লোকসভার মতই অনুব্রত মণ্ডলের এই বাক্য বৃথা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!