এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেসের জন্যই বিজেপির শক্তিবৃদ্ধি হচ্ছে – কংগ্রেসের বিরুদ্ধে ফের বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী

কংগ্রেসের জন্যই বিজেপির শক্তিবৃদ্ধি হচ্ছে – কংগ্রেসের বিরুদ্ধে ফের বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কয়েকমাস আগে দিল্লিতে গিয়ে সমস্ত বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানাতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে, বেশ কিছুদিন ধরেই কংগ্রেসের বিরুদ্ধে একেরপর এক তোপ দাগতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে। কংগ্রেসের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, কংগ্রেসের কারণেই গোয়াতে বিজেপি পাঁচ বছর ধরে সরকার গঠন করতে পেরেছে। বেশি আসন জিতেও সরকার গঠন করতে পারেনি কংগ্রেস। কংগ্রেসের বহু বিধায়ক যোগদান করেন বিজেপিতে। তাদেরকে ধরে রাখতেও পারেনি কংগ্রেস। এরপর গতকাল আবার কংগ্রেসের বিরুদ্ধে একহাত নিলেন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কংগ্রেসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ফের অভিযোগ করলেন যে, কংগ্রেসের জন্যই বিজেপির শক্তি বৃদ্ধি ঘটছে। তবে, তাঁরা কখনোই বিজেপির সামনে মাথা নত করবেন না। বিজেপি ও কংগ্রেস একে অপরের সঙ্গে সমঝোতা করছে। কংগ্রেস ও বিজেপি একে অপরের মধ্যে আপোষ করে, সমঝোতা করে। কিন্তু তারা চান না ভোট ভাগাভাগি হোক, বিজেপিকে হঠাতে গেলে একজোট হয়ে লড়তে হবে। কংগ্রেস যেভাবে লড়াই করছে, সেভাবে লড়াই করে হবে না।

এভাবে আবার কংগ্রেসের বিরুদ্ধে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, যেভাবে কংগ্রেসের বিরুদ্ধে বারবার সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতৃত্ব, তা থেকে অনেকেই মনে করছেন যে, বিজেপি বিরোধী জোটে একটা বড়সড় ধাক্কা লাগতে পারে। আর বিরোধীরা যদি জোট করতে না পারে, তবে আখেরে লাভ যে হবে বিজেপির, তা আর বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!