এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূলের হাতে আক্রান্ত কংগ্রেস বিধায়ক, পরিস্থিতি সামাল দিতে চলল গুলি

তৃণমূলের হাতে আক্রান্ত কংগ্রেস বিধায়ক, পরিস্থিতি সামাল দিতে চলল গুলি

দুদিন আগেই মুর্শিদাবাদে আক্রান্ত হয়েছিলেন রানিনগরের কংগ্রেসে বিধায়ক ফিরোজা বেগম, খবর পেয়ে বহরমপুরের কংগ্রেস বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী ঘটনাস্থলে গেলে তিনিও আক্রান্ত হন। সেই ঘটনার পর মুর্শিদাবাদ জেলায় আবারো আক্রান্ত হলেন আর এক কংগ্রেস বিধায়ক। এবার আক্রান্ত হলেন নওদার বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি আবু তাহের খান। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে বিধায়ককে রক্ষা করতে তাঁর দেহরক্ষীকে শূন্যে গুলি পর্যন্ত চালাতে হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, হাবিব শেখ নামে এক কংগ্রেস প্রার্থী তৃণমূলের হাতে আক্রান্ত হন, তাঁকে চিকিত্‍সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত দলীয় কর্মীকে দেখতে বিধায়ক আবু তাহের খান হাসপাতালে গেলে তাঁর উপরে চড়াও হন তৃণমূল কংগ্রেস কর্মীরা বলে অভিযোগ। বিধায়ক আক্রান্ত হয়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই কংগ্রেস কর্মীরাও ঝাঁপিয়ে পড়েন, ফলে দুই দলের কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ লেগে যায়। পরিস্থিতি বেগতিক দেখে শূন্যে গুলি ছোড়েন বিধায়কের দেহরক্ষী, কিন্তু তা ছিটকে গিয়ে লাগে আব্দুস সাত্তার শেখ নামে এক তৃণমূল কর্মীর গায়ে। পরে আহত তৃণমূল কর্মীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!