এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেসের দুশ্চিন্তা ক্রমশই বাড়ছে এই রাজ্যকে নিয়ে, বাড়ছে আড়াআড়ি ভাঙ্গনের তীব্র আশঙ্কা

কংগ্রেসের দুশ্চিন্তা ক্রমশই বাড়ছে এই রাজ্যকে নিয়ে, বাড়ছে আড়াআড়ি ভাঙ্গনের তীব্র আশঙ্কা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর রাজস্থানে ব্যাপক ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছিল কংগ্রেস শিবিরে। শচীন পাইলট শিবির ও মুখ্যমন্ত্রী অশোক গেহলটের শিবিরের মধ্যে বিরোধ তীব্র থেকে তীব্রতর হতে আরম্ভ করেছিল। এরপর কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। জানা যায়, সে সময়ে দলের কাছে বেশ কিছু শর্ত রেখেছিলেন যুব কংগ্রেস নেতা শচীন পাইলট। তাঁর সমস্ত পালনের আশ্বাস দিয়েছিল দল। যদিও, এক বছর হলেও সে বিষয়ে তেমন কোনো পদক্ষেপ দল গ্রহণ করেনি বলে, অভিযোগ করতে শুরু করেছে পাইলট শিবির।

এদিকে রাজস্থানের মন্ত্রিসভায় রদবদলের প্রয়োজন দেখা দিয়েছে। এই আবহে এবার দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে এলেন কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল ও অজয় মাকেন। গত শনিবার রাতে তাঁদের এই বৈঠক চলে। বৈঠক শেষে তাঁরা রাজ্যে ফিরেছেন। রাজস্থান কংগ্রেসের দুই শিবির গেহলট ও পাইলট শিবিরকে নিয়ে দলের কপালে ক্রমশই চিন্তার ভাঁজ পড়ছে। দুই শিবিরের বিরোধ আদৌ কি মেটাতে পারবেন মুখ্যমন্ত্রী? তা নিয়ে যথেষ্ট আশঙ্কা বাড়ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে মনে করছেন, দলের ভাঙ্গন রুখতে শচীন পাইলটকে মুখ্যমন্ত্রীর আসনে বসাতে পারে কংগ্রেস। কারণ, অনেকেই মনে করছেন মধ্যপ্রদেশ কংগ্রেসের মতো অবস্থা তৈরি হয়েছে রাজস্থান কংগ্রেসে। দলের অন্তদ্বন্দ্ব বাড়তে বাড়তে একসময় দেখা তীব্র ভাঙ্গন দেখা দেয় সে রাজ্যে। যার জেরে রাজ্যের শাসন ক্ষমতা পর্যন্ত হারাতে হয় কংগ্রেসকে। মধ্যপ্রদেশের দখল নেয় বিজেপি। রাজস্থানেও এমন অবস্থা হতে পারে বলে, যথেষ্ট আশঙ্কা রয়েছে কংগ্রেস শিবিরে।

এদিকে, দলের অন্তর্দ্বন্দ্ব দূর করতে শচীন পাইলট ঘনিষ্ঠ নেতাদের মন্ত্রিসভায় আনার ব্যাপারে চিন্তাভাবনা করছে কংগ্রেস। যদিও মুখ্যমন্ত্রী অশোক গেহলট এতে খুব একটা ইচ্ছুক নন। তবে পাইলট শিবিরের চাপে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে পারে কংগ্রেস। সম্প্রতি, পাঞ্জাবে কংগ্রেসের সমস্যার কিছুটা সমাধান হয়েছে। এরপর, এবার রাজস্থানের সমস্যা সমাধানে কংগ্রেস কোন পথে পা বাড়ায়? সেদিকে দৃষ্টি রয়েছে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!