এখন পড়ছেন
হোম > জাতীয় > কংগ্রেসের সঙ্গে জোট করে কী লাভ হয়েছে সিপিএমের? কেন্দ্রীয় কমিটির বৈঠকে তিরস্কৃত বঙ্গ বিগ্রেড

কংগ্রেসের সঙ্গে জোট করে কী লাভ হয়েছে সিপিএমের? কেন্দ্রীয় কমিটির বৈঠকে তিরস্কৃত বঙ্গ বিগ্রেড


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে জোট করেছিল সিপিএম। তৃণমূল ও বিজেপিকে বড়সড় ধাক্কা দেয়ার পরিকল্পনা ছিল সিপিএমের। কিন্তু দলের এই প্রচেষ্টা সফল হতে পারেনি। একেবারে মুখ থুবরে পড়ে সিপিএম। দলের এই ভরাডুবির জন্য সিপিএমের রাজ্য নেতৃত্বকে প্রশ্নের মুখে পড়তে হলো দলের কেন্দ্রীয় কমিটির কাছে। সেইসাথে আগামী লোকসভা নির্বাচনে কী রণনীতি নিয়ে এগোবে বঙ্গ বিগ্রেড? একের পর এক প্রশ্ন করা হলো সিপিএমের রাজ্য নেতৃত্বকে।

কংগ্রেসের সঙ্গে জোট করেও কেন দলের এই ভরাডুবি? কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রশ্নের মুখে পড়তে হলো সিপিএমের রাজ্য নেতৃত্বকে। এই প্রেক্ষিতে দলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিটি রাজ্যের বিষয় আলাদা। দক্ষিণ ভারতের সঙ্গে এই রাজ্যের পরিস্থিতি কখনোই বিচার করা যায় না। তবে দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত বিধানসভা নির্বাচনে জোট করে কোনো লাভই হয়নি। এরফলে বাংলায় যেমন দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তেমনি সর্বভারতীয় ক্ষেত্রেও দলের মর্যাদা ক্ষুন্ন হয়েছে। সিপিএমের রাজ্য নেতৃত্বের আগামী দিনের পরিকল্পনা কি?সেসব নিয়েও একাধিক প্রশ্ন করা হয় বৈঠকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, কেরালায় যেখানে কংগ্রেস ও সিপিএমের মধ্যে প্রবল লড়াই রয়েছে, সেখানে বাংলায় জোট করার কারণে যথেষ্ট রকম বেকায়দায় পড়তে হয়েছিল দলের শীর্ষ নেতৃত্বকে। আবার, ত্রিপুরাতেও কংগ্রেসের সঙ্গে বিরোধ রয়েছে সিপিএমের। এই অবস্থায় পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট করার কারণে সেখানে বেকায়দায় পড়তে হয় দলকে। আর জোট করেও যখন দলের ভরাডুবি হয়, তখন স্বাভাবিকভাবেই সিপিএমের রাজ্য নেতৃত্বকে তুলাধোনা করলো দলের কেন্দ্রীয় কমিটি।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আরও জানানো হলো, বিধানসভা নির্বাচনে জোট করে কোনও লাভতো হয়ই নি, বরং আসন যা ছিল, তাও হাতছাড়া হয়েছে। এর ফলে রাজ্য ও জাতীয় ক্ষেত্রে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। দলের হাইকমান্ডের এই প্রশ্নে দলের রাজ্য নেতৃত্ব কোন সদুত্তর দিতে পারেননি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!